International

ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী সংঘাতের গুরুতর হুমকি সৃষ্টি করছে: পোল্যান্ডের প্রধানমন্ত্রী

সুইডেনের রাজধানী স্টকহোমে এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পল জনসন বলেছেন, ইউক্রেনকে সমর্থনের করা থেকে পশ্চিমাদের নিরুৎসাহিত করার প্রচেষ্টা কার্যকর হবে না।

রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমতির সিদ্ধান্তকে হঠকারী উল্লেখ করে পরবর্তী প্রতিক্রিয়ার বিষয়ে হুমকি দিয়ে আসছে মস্কো। খবর বিবিসির।

অন্যদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, যুদ্ধ চূড়ান্ত ধাপে প্রবেশ করছে। বিশ্বব্যাপী সংঘাতের হুমকি গুরুতর ও বাস্তব। আজ শুক্রবার স্থানীয় সময় সকালে তিনি এ কথা বলেন। 

সুইডেনের রাজধানী স্টকহোমে এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পল জনসন বলেন, ইউক্রেনকে সমর্থনের করা থেকে পশ্চিমাদের নিরুৎসাহিত করার প্রচেষ্টা কার্যকর হবে না।

এর আগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে রাশিয়া থেকে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে দাবি করে ইউক্রেনের বিমান বাহিনী। ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের মধ্য-পূর্বাঞ্চলের শহর দিনিপ্রোতে আঘাত হানে।

এতে আবারও একই ধরনের হামলার আশঙ্কায় নিরাপত্তার কথা ভেবে কিয়েভ পার্লামেন্টের একটি অধিবেশন বাতিল করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button