নাসার চন্দ্র ও হাবল টেলিস্কোপে গিটার আকৃতির নেবুলার সন্ধান
মহাকাশ বিজ্ঞানীরা এক অসাধারণ নেবুলার সন্ধান পেয়েছেন, যা দেখতে অনেকটা আগুন ছোড়া গিটারের মতো। নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি এবং হাবল স্পেস টেলিস্কোপের সমন্বিত প্রচেষ্টায় এই আবিষ্কার সম্ভব হয়েছে। এই নেবুলার নাম দেওয়া হয়েছে ‘গিটার নেবুলা’। এটি ধ্বংসপ্রাপ্ত তারকা থেকে উদ্ভূত শক্তিশালী কণার প্রবাহের কারণে এই আকৃতি ধারণ করেছে।
গিটার নেবুলার কেন্দ্রে রয়েছে একটি পালসার, যার নাম PSR B2224+65। পালসার হলো শক্তিশালী চৌম্বকীয় এবং ঘূর্ণনশীল নিউট্রন তারকা, যা নিয়মিত বিকিরণ নিঃসরণ করে। এই পালসারের শক্তি এবং গতিশীলতার কারণে নেবুলাটি এই বিশেষ আকৃতি ধারণ করেছে।
নাসার মতে, পালসার তার গতির ফলে চারপাশের মাধ্যমের ঘনত্বের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বুদ্বুদ সৃষ্টি করে। এর ফলে নেবুলার গিটার সদৃশ আকৃতি গড়ে ওঠে। নাসার চন্দ্র এক্স-রে ডেটা অনুযায়ী, পালসারের গতিবিধি নিম্ন ডান দিক থেকে ঊর্ধ্ব বাম দিকে পর্যবেক্ষণ করা গেছে।
চন্দ্র ও হাবল টেলিস্কোপের তথ্য বিশ্লেষণে জানা গেছে, এই নেবুলার গঠন এবং তার চারপাশের কণার গতিপথ ইন্টারস্টেলার মাধ্যমে ইলেকট্রন ও পজিট্রনের কার্যপ্রক্রিয়া সম্পর্কে নতুন ধারণা দেয়। নেবুলার আকৃতি গঠনের জন্য হাইড্রোজেনের বুদ্বুদ সৃষ্টি এবং পালসারের গতিশীলতার সংযোগে গিটারের মতো এই আকৃতি গড়ে উঠেছে।
এই গবেষণার ফলাফল দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ প্রকাশিত হয়েছে। এটি মহাজাগতিক বস্তুর গঠন এবং তাদের গতিশীলতা সম্পর্কে বিজ্ঞানীদের নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করছে।