Science & Tech

গুগল জেমিনি আলট্রা

সারাবিশ্বে সাড়াজাগানো এআই টুল চ্যাটজিপিটিকে চ্যালেঞ্জ করেছে জেমিনি। দ্রুতই চ্যাটজিপিটির সামনে জেমিনিকে উপস্থাপন করল গুগল, যা জেনারেটিভ এআই পরিচালিত বিশেষ ঘরানার চ্যাটবট।

সুবিধা কী

যারা গুগল জেমিনি অ্যাডভান্স সাবস্ক্রিপশন নেবেন, তারা জেনারেটিভ এআই সুবিধা পাবেন। সঙ্গে পাবেন গুগল ওয়ানের টু-টেরাবাইট ক্লাউড সেবা।  গুগল বলছে, জেমিনি বহুমাত্রিক নতুন ফিচারসমৃদ্ধ। যার নাম জেমিনি (১.০) অ্যাডভান্স আলট্রা।

লজিক্যাল রিজনিং, কোডিং ছাড়াও বহু জটিল কাজ দ্রুত আর খুব সহজে করতে পারে জেমিনি। গ্রাহকদের প্রম্পট বা নির্দেশের ওপর ভর করে নির্ভুল সদুত্তর দিতে জেমিনির পারদর্শিতা প্রমাণিত। টুলটি গৃহশিক্ষকের ভূমিকাতেও সুদক্ষ।

সারাবিশ্বের ১০৫টির বেশি দেশে ইংরেজি ভাষায় গুগল জেমিনি অ্যাডভান্স কাজ করবে। নির্মাতারা জানায়, গ্রাহকের সুবিধার্থে আরও বহু ভাষা যোগ করতে প্ল্যাটফর্মটি নিয়মিতই কাজ করে চলেছে।

শুরু থেকেই চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতার আভাস দিয়েছে জেমিনি এআই। গুগলের দাবি, মানুষের থেকেও বুদ্ধিমান হবে জেমিনি। যার উন্নয়ন হবে ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে।

যা কিছু নতুন

  • সুদীর্ঘ আট বছর পরিশ্রমের উদ্ভাবন জেমিনি
  • ওপেনএআই চ্যাটজিপিটিকে চ্যালেঞ্জ করবে জেমিনি
  • শতাধিক ভাষায় দক্ষতা দেখাবে জেমিনি
  • নতুনত্বে জেমিনি। মূলত তিনটি সুনির্দিষ্ট ধাপে কাজ করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টুল— আলট্রা, প্রো আর ন্যানো। তিন মোডে ভিন্ন দক্ষতা পাওয়া যাবে বলে জানিয়েছে সার্চগুরু গুগল।

এআইবিষয়ক বহুমাত্রিক কাজে আলট্রা মোডে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করা হবে। প্রো মোডে তুলনামূলক ছোট ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে। ন্যানো মোডে থাকবে তুলনামূলক ছোট ল্যাঙ্গুয়েজ মডেল। অন্যদিকে ন্যানো মোড কম্পিউটার ও স্মার্টফোনে সহজেই চালানো যাবে।

গুগল ক্লাউড এআই ভাইস প্রেসিডেন্ট জানালেন, নতুন ধরনের এআই মডেলকে সাধারণত প্রশিক্ষিত করা হয়। ঠিক তার পরেই সে তার দক্ষতা উপস্থাপন করতে পারে। টুলকে প্রশিক্ষিত করতে গুগল তাদের বিশেষ টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ), যা বিশেষ হার্ডওয়্যার সিস্টেম ব্যবহার করবে; সঙ্গে গ্রাফিক্স প্রসেসিং ইউনিটও (জিপিইউ)।

নির্মাতা সূত্রে জানা গেছে, জিপিইউয়ের জন্য এনভিডিয়ার বিখ্যাত এইচ১০০ চিপ নির্ধারণ করেছে গুগল, যা মূলত জেনারেটিভ এআই উদ্দেশ্যেই নির্মিত। ডেটা সেন্টার থেকে স্মার্টফোন সবখানে সহজেই নিজেকে মানিয়ে নেবে জেমিনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button