১০০ বছরের বর আর ১০২ বছরের কনে, বিয়ে করে গড়ল বিশ্বরেকর্ড
প্রেম নাকি বয়স মানে না। এর প্রমাণ দিলেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক বৃদ্ধ ও বৃদ্ধা। শতবর্ষী এই দুজন শেষ পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।এরই মধ্যে এক অনন্য বিয়ে হয়েছে। যে বিয়েতে বিশেষ বিষয় হল বর ও কনের বয়স। বরের বয়স ১০০ বছর এবং কনের বয়স ১০২ বছর।
পাত্র-পাত্রীর নাম বার্নি লিটম্যান এবং মার্জরি ফিটারম্যান। এর আগে এত বয়স্ক কোনও দম্পতিই বিয়ে করেননি। তাই এই বিয়ে বিশ্বের অন্যতম বয়স্ক দম্পতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত হল।
আসলে, এই প্রেমের গল্প যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, বিশ্বের সবচেয়ে বয়স্ক বিবাহিত দম্পতি, বার্নি লিটম্যান এবং মার্জরি ফুটারম্যানের মোট বয়স ২০২ বছর, যা নিজেই একটি বড়সড় রেকর্ড।
আশ্চর্যের বিষয় হল, তাঁরা দুজনেই পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, কিন্তু পড়াশোনার সময় তারা একে অপরের সঙ্গে দেখা হয়নি। পেশাগত জীবনে, বার্নি একজন ইঞ্জিনিয়ার এবং মার্জরি পেশায় একজন শিক্ষিকা ছিলেন।
তাঁদের বিয়ে ৩ ডিসেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। প্রায় দশ বছর আগে তাঁদের দেখা হয়েছিল একটি সিনিয়র সিটিজেন সেন্টারে। এদিন সেন্টারে একটি কস্টিউম পার্টির আয়োজন করা হয়। সেখানেই দেখা হওয়ার পর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন তাঁরা।
প্রায় দশ বছরের বেশি সময় ধরে প্রেমের পর, সম্প্রতি তাঁরা বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপর কেন্দ্রের পরিচালক ও পরিবারের সদস্যরা তাঁদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। পরিবার, পরিজনদের উপস্থিতিতে বিয়ে করেন ২০২৪ সালের মে মাসে।
প্রসঙ্গত, আমেরিকার মিডিয়ার মতে, বার্নি এবং মার্জরি উভয়েই একটি সুন্দর জীবন, ভরাট সংসার ফেলে এসেছেন। এর আগেও তাঁরা বিয়ে করেছিলেন। তাঁদের সঙ্গীররা মারা যান। সন্তানও রয়েছে। যদিও সন্তানরা এখন আলাদা থাকেন।
এমন পরিস্থিতিতে, বার্নির নাতনি সারাহ সিকারম্যান বলেছেন যে তিনি তাঁদের সম্পর্ক নিয়ে খুব খুশি। তিনি বলেছিলেন যে বর্তমান জীবনে এত দুঃখ এবং ভয় যে কারও সঙ্গ খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কারও জীবনের শেষ মুহুর্তে এটি একটি বিশেষ অনুভূতিও এনে দেয়।