Trending

বিশ্বের সবচেয়ে প্রাচীন বন্ডের ৪০০তম জন্মদিন

৪০০ বছর আগে নেদারল্যান্ডসে ৫০টি বন্ডের মধ্যে একটি বিক্রি হওয়া বাকি ছিল। ১৬২৪ সালের ১০ ডিসেম্বর ১,২০০ গিল্ডার্স দামে এটি কিনে নেন আমস্টারডামের বাসিন্দা এলস্কেন ইয়োহরিসডখতার নামের এক ধনাঢ্য নারী। 

বন্ড ক্রয়ের সময় কর্তৃপক্ষ তাকে প্রতিশ্রুতি দেয়, যতদিন এ বন্ড তার বা তার উত্তরাধিকারীদের কাছে থাকবে, ততদিন ধরে তাদের ২.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। 

বন্ডটির বর্তমান মালিক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ। গেল ১০ ডিসেম্বর বন্ডটির ৪০০ বছরপূর্তিতে তারা কয়েক বছরের জমা হওয়া ২৯৯.৪২ ব্রিটিশ পাউন্ড সুদ আদায় করেছে। 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button