ইউক্রেনের সমর্থনে ১৩০ বিলিয়ন ইউরো ব্যয় করেছে ইইউ -ভন ডার লেইন
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে ইউক্রেনকে সমর্থন করতে ১৩০ বিলিয়ন ইউরোরও বেশি ব্যয় করেছে। তিনি বলেন, ‘পেছন ফিরে তাকালে ইউরোপ এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় ১৩০ বিলিয়ন ইউরো প্রদান করেছে’। তার ভাষায়, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে। ভন ডার লেইনের মতে, ইউক্রেনে পাঠানো অস্ত্রের ৪৭% জন্য ইউরোপীয় ইউনিয়নের অবদান এবং প্রায় ৪০% মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করে।
অস্ত্র সরবরাহ এই সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়নি যোগ করে ইউরোপীয় কর্মকর্তা আরো বলেছেন, ব্রাসেলস পরের বছর শুধুমাত্র আর্থিক সহায়তার জন্য ইউক্রেনের জন্য ৩০.৬ বিলিয়ন ইউরো বরাদ্দ করতে প্রস্তুত। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, এর আগে কিয়েভ ন্যাটো সদস্য দেশগুলোর কাছ থেকে ৯৮ ভাগ অস্ত্র পেয়েছে।