ব্যবসায় মন্দা: ১০ শতাংশ কর্মী ছাঁটাই করল গুগল
মার্কিন টেক জায়ান্ট গুগলের প্রধান সুন্দর পিচাই জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান থেকে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ম্যানেজার পদে।
গুগলের আধিপত্যে ভাগ বসাচ্ছে ওপেন এআই। জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। অনেকেই এখন চিরাচরিত গুগল সার্চ ইঞ্জিন ছেড়ে সরাসরি এআই-তে সার্চ করছেন। এই পরিস্থিতিতে আরও কর্মী ছাঁটাই করল গুগল।
গত দুইবছর ধরে কর্মী ছাঁটাই করে চলেছে গুগল। ম্যানেজার ও ভিপি পদে সর্বশেষ ছাঁটাই করা হয় গত বুধবার। ১০ শতাংশ কর্মীর মধ্যে কয়েকজনকে ইনডিভিজুয়াল কনট্রিবিউটর হিসেবে রাখা হয়েছে। বাকিদের পুরোপুরি ছেঁটে ফেলা হয়েছে গুগল থেকে।
প্রসঙ্গত, ২০২২ সালে গুগলকে ঢেলে সাজানোর লক্ষ্যে কাজ শুরু করেন সিইও সুন্দর পিচাই। শুরু হয় ছাঁটাই। গত বছরও ১২ হাজার কর্মী চাকরি হারান।
এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কর্মীদের গুগলকে আপডেট করার লক্ষ্য দিয়েছেন সুন্দর পিচাই। সঙ্গে জোর দিয়েছেন ‘গুগলিনেস’-এর উপর। পিচাই বলেছেন, এই শব্দ একসময় কোম্পানির জন্য উপযুক্ত বৈশিষ্টগুলির সারসংক্ষেপ হিসেবে ব্যবহৃত হত। কিন্তু এখন ম্লান হয়ে গিয়েছে। গুগলের মূল নীতিগুলো অক্ষুন্ন রাখার উপরেও জোর দিয়েছেন সুন্দর পিচাই। যেমন উদ্ভাবন, টিম ওয়ার্ক ইত্যাদি। পাশাপাশি তিনি কোম্পানির লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া, সহায়ক পণ্য তৈরি, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, সৃজনশীল মনোভাব এবং সহযোগিতামূলক কাজের পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন।