হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পেয়েছে দিল্লি
শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো কূটনৈতিক বার্তা ভারত পেয়েছে।
আজ সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বরাতে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
এক সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশ হাইকমিশন থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি নোট পেয়েছি।’
তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
জয়সওয়াল বলেন, ‘এ মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
এর আগে আজ বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিচারের জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চায়—জানিয়ে ভারত সরকারের কাছে একটি নোট ভারবাল (কূটনৈতিক বার্তা) পাঠানো হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে এবং এই চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে।’