ইউরোপ ও প্রতিবেশীদের ক্ষোভের মুখে আকস্মিক মস্কো সফরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী
আকস্মিক মস্কো সফর করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। রাশিয়ার জায়ান্ট গ্যাস কোম্পানি গ্যাজপ্রোম থেকে ইউক্রেন হয়ে স্লোভাকিয়ায় গ্যাস যায়। এ বিষয়ে রাশিয়ার সঙ্গে তাদের চুক্তি আছে। কিন্তু এর মেয়াদ এ বছরে শেষ হয়ে যাচ্ছে। ফলে রবার্ট ফিকোর সফরের উদ্দেশ্য হলো এই চুক্তির মেয়াদ বাড়ানো। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল স্লোভাকিয়া। ফলে এ বিষয়ে পুতিনের সঙ্গে তার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফিকো। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কিয়েভকে সমর্থন করার কারণে ইউরোপিয়ান ইউনিয়নের তুখোড় সমালোচক রবার্ট ফিকো। তিন বছর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে পশ্চিমা তৃতীয় নেতা হিসেবে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন রবার্ট ফিকো।
ইউরোপিয়ান ইউনিয়নের নীতির তোয়াক্কা না করে পুতিনের সাথে সাক্ষাৎ করা বাকি দু’জন হলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং অস্ট্রেলিয়ার চ্যান্সেলর কার্ল নেহমার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের কিয়েভ’কে সাহায্য করার ব্যাপক সমালোচনা করেছেন রবার্ট ফিকো। ২০২৩ সালের অক্টোবরে পুনরায় প্রধানমন্ত্রী হন রবার্ট ফিকো। এরপর তিনি ইউক্রেনে সামরিক রসদ পাঠানো বন্ধ করেন। পুতিনের সঙ্গে আলোচনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তিনি জানান, চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে পুতিন সম্মতি দিয়েছেন। কিন্তু ইউক্রেনের বিরোধিতার মুখে এ চুক্তি পুনবর্হাল করা অসম্ভব। কারণ, ইউক্রেনের ভূ-খণ্ড ব্যবহার করে রাশিয়ার গ্যাস সরবরাহের তীব্র বিরোধিতা করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফিকোর রাশিয়া সফর’কে আড় চোখে দেখছে সেøাভাকিয়ার বিরোধী দলগুলো। ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো জোট এবং চেক প্রজাতন্ত্রের মধ্যেও তার সফর ঘিরে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। রবার্ট ফিকোর রাশিয়া সফর ইউরোপীয় ইউনিয়নের ‘কমন সিকিউরিটি এন্ড ডিফেন্স পলিসি’ থেকে তার সরে আসার ইঙ্গিত করে।
২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নানা ধরণের নিষেধাজ্ঞা দিয়েছে। চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ লিপাভস্কি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুতিনের কারণে ইউক্রেনীয়রা তাদের স্বজনদের সাথে বড়দিনের উৎসবও উদযাপন করতে পারছেন না। স্লোভাকিয়ার প্রগতিশীল দলের সদস্য মাইকেল সিমেকা বলেন, রাশিয়ানরা তাদের প্রোপাগান্ডা সফল করার জন্য রবার্ট ফিকো ও স্লোভেকিয়া’কে ব্যবহার করছে। তার রাশিয়া সফর ছিল স্লোভাকিয়ার জন্য অসম্মানজনক। রবার্ট ফিকোর স্মেয়ার পার্টির সদস্য এরিক কালিনাক ইউরোপিয়ান পার্লামেন্টের একজন সদস্য। তিনি প্রধানমন্ত্রীর এই সফরের পক্ষে সাফাই গেয়েছেন। বলেছেন, শুধু স্বল্পমূল্যে গ্যাস কেনার উদ্দেশ্যেই তিনি রাশিয়া সফর করেছেন। যখন ইতালি, সুইডেন, গ্রিস এবং ফিনল্যান্ডের নেতারা রোববার যখন নিরাপত্তা বিষয়ক এক সামিটে যোগ দিয়েছিলেন, তখন পুতিনের সঙ্গে এই আলোচনায় ব্যস্ত হয়ে পড়েন ফিকো। এরপর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি ওরপো ইউরোপীয় ইউনিয়নের জন্য রাশিয়াকে স্থায়ী ও বরাবরই বিপজ্জনক বলে মন্তব্য করেন। এ সময় তিনি ইউক্রেনের জন্য আরও সামরিক ব্যয় বাড়ানো এবং সমর্থন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।