১১৬ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি
স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা গত বছরের আগস্টে ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পর তোমিকোই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতোকা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৬ বছর। খবর বিবিসির।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাপানি এ নারীকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
জাপানের হিয়োগো প্রিফেকচারের আশিয়া শহরের একটি নার্সিং হোমে মারা যান তোমিকো।
স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা গত বছরের আগস্টে ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পর তোমিকোই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।
আশিয়া শহরের মেয়র রিয়োসুকে তাকাশিমা এক বিবৃতিতে বলেন, ‘তোমিকো তার দীর্ঘ জীবনের মাধ্যমে আমাদের সাহস ও আশা দিয়েছেন।’
তোমিকোর জন্ম ১৯০৮ সালের মে মাসে। তারা ছিলেন তিন ভাই-বোন। তিনি দুটি বিশ্বযুদ্ধ, বিভিন্ন মহামারি ও আধুনিক সব প্রযুক্তি প্রত্যক্ষ করেছেন।
তিনি ভলিবল খেলতেন এবং দুবার তিন হাজার ৬৭ মিটার (১০ হাজার ৬২ ফুট) উঁচু মাউন্ট অন্টেকের চূড়ায় আরোহণ করেছেন।
২০ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তোমিকো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিস পরিচালনা করেছিলেন। ১৯৭৯ সালে স্বামী মারা যাওয়ার পর তিনি নারায় একাকি বসবাস করতেন।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, জাপানে ৯৫ হাজারেরও বেশি শতবর্ষী মানুষ রয়েছেন, যাদের ৮৮ শতাংশেই নারী।