International

কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের

সিরিয়ায় বাশার আল আসাদের রাজত্ব শেষ হয়েছে। বিদ্রোহীরা এখন সরকার গঠন করেছে। এ অবস্থায় দেশটির কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি দিয়েছে তুরস্ক।

মঙ্গলবার তুরস্ক সরাসরি এই অভিযানের হুমকি দিয়ে বলেছে, বাশার আল আসাদের জমানা শেষ। এবার আঙ্কারার সব শর্ত মেনে বিদ্রোহ বন্ধ না করলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সেনা অভিযান চালাবে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, কুর্দি জনযোদ্ধা বা ওয়াইপিজি শর্ত না মানলে আমরা যা করার করব।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে দেন, প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে সিরিয়ার কুর্দি অঞ্চলে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের অংশ ওয়াইপিজি। দীর্ঘদিন ধরে তারা স্বতন্ত্র কুর্দি অঞ্চলের জন্য লড়াই চালাচ্ছে। তুরস্ক এদের সন্ত্রাসী বলে মনে করে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button