দাবানলে জ্বলছে হলিউড প্রাণ বাঁচাতে তারকাদের ছোটাছুটি, বাইডেনের সর্বশেষ সফর বাতিল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল আরও ভয়াবহ আকার নিয়েছে। দাবানল ক্রমেই বিস্তার লাভ করছে। ঘরবাড়ি, দোকানপাট ও গাড়ি পুড়ছে। দমকলকর্মীরা প্রাণান্ত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। ক্যালিফোর্নিয়ার পাশের ভেনচুরা কাউন্টিতেও বৃহস্পতিবার দাবানলের সূত্রপাত হয়। দাবানলে আক্রান্ত হয়েছে হলিউডও। এই ইন্ডাস্ট্রির বহু প্রথমসারির তারকার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বলিউড নায়িকা প্রিয়াংকা চোপড়া ও নোরা ফাতেহি দাবানলের কারণে আটকা পড়েছেন। হলিউড তারকা বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর এবং প্যারিস হিলটনের বাড়ি পুড়ে গেছে। হলিউডের প্রাণকেন্দ্র হলিউড হিলসের অধিকাংশ এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। সড়কের পাশে সারিবদ্ধ উঁচু উঁচু পামগাছের চূড়া কদাচিৎ দেখা যাচ্ছে। খবর আলজাজিরা, বিবিসি ও সিএনএন অনলাইনের।
আগুন থেকে সামান্য দূরের সড়কে ব্যাপক বিশৃঙ্খলা। নিঃশ্বাস নিতে জামা দিয়ে মানুষ তাদের মুখ ঢেকে রাখছেন। অনেকে ব্যাগ ও স্যুটকেস হাতে যাওয়ার জায়গা খুঁজছেন। কিছু মানুষকে রাস্তায় পায়জামা পরা দেখা গেছে। হলিউডের বিখ্যাত সড়ক সানসেট বুলেভার্ডে বুধবার সন্ধ্যা ৬টায় দাবানল শুরু হয়। এতে করে হলিউডের অধিকাংশ এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়, বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়।
বুধবার স্থানীয় সময় মধ্যরাত নাগাদ একটি এলাকার প্রায় ৬০ একর পুড়ে গেছে। ভয়ে বহু তারকা দিগবিদিক ছোটাছুটি করেন। ভয় ও উদ্বেগ নিয়ে কিছু মানুষ কথা বলেন। আনা ওয়াল্ডম্যান নামের এক নারী বলেন, আমি কোথায় যাব? নিরাপদ জায়গা কোথায়ও আছে?’
এ সময় ওই নারীর মাথার ওপর দিয়ে সাইরেন বাজতে থাকে। বিলি ক্রিস্টাল এবং তার স্ত্রী জেনিস জানান, তাদের ৪৫ বছরের পুরনো বাড়ি প্যাসিফিক প্যালিসেডস অঞ্চলে পুড়ে গেছে। তারা আরও জানায়, জেনিস এবং আমি ১৯৭৯ সাল থেকে আমাদের বাড়িতে বাস করছি। আমরা এখানে আমাদের সন্তান ও নাতি-নাতনিদের বড় করেছি। আমাদের বাড়ির প্রতিটি ইঞ্চি ভালোবাসায় পূর্ণ ছিল, সুন্দর স্মৃতি যা কখনো চলে যাবে না।
আমাদের অবশ্যই হৃদয় ভেঙেছে। কিন্তু আমাদের সন্তান ও বন্ধুদের ভালোবাসায় আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব। ক্যালিফোর্নিয়া রাজ্যের দমকলকর্মীদের ঝড়ো বাতাসের মধ্যেই আগুন নেভানোর কাজ করতে হচ্ছে। ফলে, আগুন নিয়ন্ত্রণে আসতে দেরি হচ্ছে। পানির সংকট দেখা দেওয়ায় দমকলকর্মীরা সুইমিং পুল ও পুকুর থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। উডলি দাবানল নামে পঞ্চম দাবানলের মাত্রা কমলেও, অন্য স্থানে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন জানায়, বুধবার স্থানীয় সময় ভোর ৬টা ১৫ মিনিটে উডলিতে এই দাবানলের সূত্রপাত হয়। প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেস এবং তার আশপাশের এলাকায় বর্তমানে আরও চারটি দাবানল ছড়িয়ে পড়েছে। এগুলো হলো- প্যালাসাইডস দাবানল- বর্তমানে ২০০ একরেরও বেশি এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে; ইটন দাবানল- এক হাজার একর এলাকা ক্ষতিগ্রস্ত; হার্স্ট দাবানল- ৫০০ একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এবং টাইলার দাবানল -১৫ একর এলাকায় আগুন ছড়িয়েছে।
ইটন দাবানলের আগুনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ১ লাখেরও বেশি মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্যালিসেডস দাবানলের কারণে আরও ৩৭ হাজার মানুষকে সরানো হয়েছে। ক্যালিফোর্নিয়া রাজ্যের হাজার হাজার বাসিন্দাকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়েছে। এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় ১৩ হাজার ভবন দাবানলের আগুনের ঝুঁকির মধ্যে রয়েছে।
এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় ইতালি সফর বাতিল করেছেন। তিনি রোমে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। হোয়াইট হাউস বুধবার এই কথা বলেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলসে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, দমকল এবং জরুরি বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠক করার পর আজ ভোরে ওয়াশিংটনে ফিরে এসে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তার সর্বশেষ বিদেশ সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে শনিবার ইতালি সফর করার কথা ছিল।