Science & Tech

মহাকাশ থেকে তোলা অরোরার ভিডিও নেটিজেনদের মাঝে মুগ্ধতা

নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তোলা এক অসাধারণ অরোরার ভিডিও শেয়ার করেছেন। ৬ জানুয়ারি এক্স-এ (পূর্ব নাম টুইটার) প্রকাশিত ৯ সেকেন্ডের এই ভিডিওতে অরোরার সবুজ আলো চমৎকারভাবে ফুটে উঠেছে। এই অরোরা সূর্যের চার্জযুক্ত কণাগুলোর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হয়। ভিডিওটি শেয়ার করে ডন পেটিট ক্যাপশনে লিখেছেন, ‘অরোরার ওপর দিয়ে উড়ে যাচ্ছি; দৃঢ় সবুজ।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর মনোযোগ কাড়লেও এটা নিয়ে দ্বিমত দেখা দিয়েছে। কেউ বলেছেন, ‘কী অসাধারণ দৃশ্য!’ আরেকজন প্রশ্ন করেছেন, ‘এটা কি আপনার যন্ত্রপাতির ওপর কোনো প্রভাব ফেলে?’  

অন্যদিকে, অনেকে এই ভিডিওর বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ মন্তব্য করেছেন, ‘পুরোপুরি জাল।’ আরেকজন বলেছেন, ‘এটা অলস সিজিআই।’  

  ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ডন পেটিট রসকসমস সয়ুজ এমএস-২৬ মহাকাশযানে চড়ে মহাকাশ স্টেশনে যাত্রা করেন। তিনি কসমোনট অ্যালেক্সি ওভচিনিন ও ইভান ওয়াগনারের সঙ্গে মহাকাশ স্টেশনে পৌঁছান। ডন পেটিট বর্তমানে এক্সপেডিশন ৭২ দলের সদস্য ও ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মহাকাশে ৩৭০ দিনেরও বেশি সময় কাটিয়েছেন এবং ১৩ ঘণ্টার বেশি স্পেসওয়াক সম্পন্ন করেছেন।  

অরোরা হলো পৃথিবীর মেরু অঞ্চলের আকাশে আলোর ঝলকানি। এই আলো চৌম্বক ঝড়ের কারণে সৃষ্টি হয়, যা সূর্যের সৌরঝড় বা করোনাল ম্যাস ইজেকশনের মতো কর্মকাণ্ড থেকে উদ্ভূত। সাধারণত উত্তর মেরু (আর্কটিক) এবং দক্ষিণ মেরু (অ্যান্টার্কটিক) অঞ্চলে এই দৃশ্য দেখা যায়।  

মহাকাশ থেকে তোলা এই অরোরার দৃশ্য মানুষকে বিস্মিত করেছে এবং পৃথিবীর সৌন্দর্য সম্পর্কে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করেছে। তবে ভিডিওটি আসল না নকল, এ নিয়ে বিতর্ক এখনো চলছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button