Hot

বিএনপির ৩ নেতা আমন্ত্রিত কী এই ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট

সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মতো তারা মনে করেন, যেসব সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি তারা হন, নিজেদের শক্তিতে সেগুলো মোকাবিলা তারা করতে পারবেন না।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

তবে কী এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট? এ বিষয়ে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে-

১৯৪৩ সাল থেকেই যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্যরা প্রতি সপ্তাহে কংগ্রেসের অধিবেশন চলাকালে প্রার্থনা, ব্যক্তিগত আলোচনা ও জাতির বিভিন্ন প্রয়োজন নিয়ে আলোচনার জন্য একত্র হন।

সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মতো তারা মনে করেন, যেসব সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি তারা হন, নিজেদের শক্তিতে সেগুলো মোকাবিলা তারা করতে পারবেন না।

তারা বিশ্বাস করেন, যীশুর জীবনকে অনুসরণ করে বিভিন্ন পটভূমি ও বিশ্বাসের মানুষেরা একত্র হতে পারে, একে অপরকে সমর্থন করতে পারে এবং ক্ষমা ও শান্তির বাণী প্রচার করতে পারে।

যখন এটি শুরু হয়েছিল, তখন সবাই এ বিষয়ে সম্মত হয়েছিলেন যে এভাবে যখন সবাই একত্র হবে, তখন সেটি বন্ধুদের সভায় পরিণত হবে এবং সব সদস্যকেই আমন্ত্রণ জানানো হবে। 

আর এই একত্র হওয়ার উদ্দেশ্য ছিল সৃষ্টিকর্তার সাথে ব্যক্তিগত সম্পর্ক গঠন, পরস্পরের সাথে বন্ধুত্ব গড়া ও বন্ধু হিসেবে একে অপরকে উৎসাহিত করা।

এ বন্ধুত্ব রাজনৈতিক মতাদর্শ এবং দেশীয় ও আন্তর্জাতিক বিষয়ে ভিন্নমতকে ছাপিয়ে যায়। আর  এ মনোভাব নিয়েই তারা যীশুর জীবনের মাধ্যমে মানুষকে একত্র করতে চান।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button