জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করবে সরকার
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই ব্রিফিংয়ের আয়োজন করে।
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আগামী পরশু বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক করা হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই ব্রিফিংয়ের আয়োজন করে।
মাহফুজ আলম বলেন, “আমরা বিএনপি, জামায়াত, গণসংহতি আন্দোলন-সহ জুলাই আন্দোলনের সাথে থাকা বিভিন্ন সংগঠনের সাথে জুলাই ঘোষণাপত্রের খসড়া নিয়ে আলোচনা করেছি। তারা অধিকাংশ পয়েন্টেই একমত। কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। আমাদের বৃহস্পতিবার বৈঠক শেষে ঘোষণার তারিখ এবং ঘোষণাপত্রে কী কী থাকবে সেটি জানানো হবে।”
তিনি বলেন, “সরকার ঘোষণাপত্র দিবে না, জুলাই আন্দোলনে ছাত্ররা যেভাবে নেতৃত্ব দিয়ে আন্দোলনের ফলাফল নিয়ে এসেছে, জুলাই ঘোষণাপত্রও ছাত্ররা ঘোষণা করবে, এবং আমরা সবাই সাথে থাকব।”
মাহফুজ আলম বলেন, ‘আশা করি, আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভেতর দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারির করার বিষয়ে ভূমিকা রাখবে।’
এর আগে গত ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। কিন্তু, এনিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দেয়, ও বিভিন্ন আলোচনা-সমালোচনাও হয়। রাজনৈতিক মহল থেকে প্রশ্ন ওঠে ঘোষণাপত্রের উদ্দেশ্য নিয়ে। পরে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানায়, সরকার এ উদ্যোগের সাথে সম্পৃক্ত নয়, এবং সব রাজনৈতিক দল ও অংশীজনের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে নিজ উদ্যোগে ঘোষণাপত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার।