দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
ইরানের ইতিহাসে প্রথমবারের মত গোয়েন্দা জাহাজ উন্মোচন করল দেশটি। এই গোয়েন্দা জাহাজের নামও ঠিক করে ফেলেছে ইরান। ওই গোয়েন্দা জাহাজটির নাম দেয়া হয়েছে জাগরোস। শত্রুদের সঙ্গে টেক্কা দিতে এই জাহাজই এখন থেকে ব্যবহার করা হবে। এই গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরও মজবুত বানাবে বলে মনে করছে বিশ্লেষেকরা।
এই নিয়ে দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, জাগরোস আমাদের নৌবাহিনীর চোখ হিসেবে মহাসাগরে নজরদারি করবে। নৌবাহিনীর ভিত্তিকে আরও মজবুত করার জন্যই জাগরোসকে বানানো হয়েছে।
এদিকে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশব্যাপী বৃহৎ সামরিক মহড়া চালাচ্ছে। মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে এই মহড়া, যার মূল লক্ষ্য নাতাঞ্জ, ফোর্দো ও খান্দাবের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা। আর ঠিক এইসময় জাগরোসের উদ্বোধন অবাক করছে বিশ্লেষকদের। অবশ্য ইরানের সামরিক শক্তির একটা অংশ হিসেবে কাজ করবে জাগরোস।
অন্যদিকে আাগামী ২০ জানুয়ারী আমেরিকার কূর্সিতে বসতে চলেছেন মার্কিন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শপথ অনুষ্ঠানকে ঘিরে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তা বলয়ে। মাছিও গলারও জো নেই। চারপাশে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রসঙ্গত, ট্রাম্পের প্রথম মেয়াদে আমেরিকায় ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে এসে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইরানের ওপর। এই নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছিল ইরানে। নতুন করে ইরানের গোয়েন্দা জাহাজ উন্মোচন করা বারবার মনে করিয়ে দিচ্ছে ট্রাম্পের প্রথম মেয়াদকালে কি ঘটেছিল।