জীবনের হারিয়ে যাওয়া ১৭ বছরের বিচার চাইলেন বাবর
দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। মুক্তি পাওয়ার পর হাজার হাজার নেতাকর্মী ও স্বজন তাকে বরণ করে নিতে ভিড় করেন।
কারাগার থেকে বেরিয়ে বাবর প্রথমে যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। সেখানে তিনি জীবন থেকে হারিয়ে যাওয়া ১৭ বছরের জন্য বিচার দাবি করেন। বাবর বলেন, আমি ও আমার পরিবার দেশবাসীর কাছে কৃতজ্ঞ।
তার মুক্তির খবর পেয়ে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হতে শুরু করেন। নেত্রকোনা থেকে আসা দলের কর্মীসহ সারাদেশের নেতা-কর্মীরা ফুলের মালা ও উল্লাসের মধ্য দিয়ে বাবরকে বরণ করে নেন। চারপাশে ছড়িয়ে পড়ে ফুলের সুবাস আর উচ্ছ্বাস।
বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, “ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ষড়যন্ত্রমূলকভাবে বাবরকে দীর্ঘ ১৭ বছর কারাগারে বন্দী করে রেখেছিলেন। হাসিনা সরকারের পতনের পর আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”
বাবরের মুক্তির দৃশ্য ছিল এক আবেগঘন মুহূর্ত তৈরি হয় নেতাকর্মীদের মাঝে। তার নেতৃত্বে অনুপ্রাণিত নেতাকর্মীরা বলেন, “বাবরের মতো সাহসী নেতাকে অন্যায়ভাবে বন্দী রাখা হয়েছে। এখন আমরা তাকে ফিরে পেয়েছি।”