USA

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোমবারের (২০ জানুয়ারি) অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মেলোনির কার্যালয়ের কর্মকর্তারা শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার–এ–লাগোর বাসভবনে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন মেলোনি। বৈঠকের পর মেলোনির বেশ প্রশংসা করেছিলেন ট্রাম্প। তিনি তাঁকে ‘একজন চমৎকার নারী’ বলে মন্তব্য করেছিলেন।

 তাই আশা করা হচ্ছিল, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মেলোনি যোগ দেবেন। এর মধ্য দিয়ে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবেন ইতালিন রক্ষণশীল ঘরানার এই নেতা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সাধারণত বিশ্বনেতারা উপস্থিত থাকেন না। বরং তাঁরা তাঁদের প্রতিনিধি হিসেবে কূটনীতিকদের পাঠান। কিন্তু ট্রাম্প বেশ কয়েকজন বিশ্বনেতাকে তাঁর অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে প্রথা ভেঙেছেন।

মেলোনির পাশাপাশি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগদানের কথা নিশ্চিত করেছেন বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকেও দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু গত সপ্তাহে তাঁর এক মুখপাত্র জানিয়েছেন, তিনি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। মেলোনি, হাভিয়ের এবং ভিক্টর অরবান ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকেও ২০ জানুয়ারির ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনিও যাচ্ছেন না। তবে তিনি তাঁর একজন দূত পাঠাচ্ছেন।

মেলোনির সমর্থকেরা আশা করছেন, আগামী চার বছরে ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক বাড়বে। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সম্পর্ক গতিশীল রাখতে ভূমিকা রাখবেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button