এবার স্পেসওয়াক করলেন মহাকাশে আটকে থাকা সেই নভোচারী
আট দিনের মহাকাশ অভিযানে গিয়ে সাত মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়ে আছেন দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। সেই দীর্ঘ সময়ে এবারই তারা প্রথমবারের মতো স্পেসওয়াকের জন্য মহাকাশে বেরোলেন।
কক্ষপথে কয়েক মাস থাকার পর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী নিক হেগের সঙ্গে মিলে স্টেশনটির কিছু মেরামতের কাজ সারতে হয়েছে মহাকাশ স্টেশনের কমান্ডার সুনিতাকে।
তুর্কমেনিস্তানের ৪২০ কিলোমিটার ওপর দিয়ে যাত্রা করার সময় মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে আসেন এই দুই নভোচারী। এসময় রেডিওতে সুনীতা বলেন, “আমি বেরিয়ে আসছি।”
২০২৪ সালের ৫ জুন বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে করে আইএসএসে যান প্রবীণ নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। সেখানে কেবল আট দিন থাকার কথা ছিল তাদের। সে সময় থেকেই মহাকাশ স্টেশনে আটকে আছেন তারা।
মহাকাশযানের থ্রাস্টার ব্যর্থতা ও হিলিয়াম গ্যাস লিকের কারণে ওই সময় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসতে পারেননি দুই নভোচারী। মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুতে তাদের ফিরিয়ে আনা হতে পারে।