Science & Tech

টার্গেট যুক্তরাষ্ট্রের টিকটকাররা, হুবহু ফিচার নিয়ে এল ইনস্টাগ্রাম

আদালতের নির্দেশে গতকাল রবিবার কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্রে টিকটকের সেবা বন্ধ করার পর ফের সচল হতে শুরু করেছে অ্যাপটি। প্ল্যাটফর্মটির এই সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের বসবাসকারী বিপুলসংখ্যক টিকটক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে বেশ কিছু আপডেট নিয়ে আসছে ইনস্টাগ্রাম। সেই সঙ্গে নতুন ভিডিও তৈরির অ্যাপ ‘এডিটস’ চালু করার ঘোষণা দিয়েছে মেটা। জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন অ্যাপটির।

গত শুক্রবার ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, ইনস্টাগ্রামের প্রোফাইল পেজে ছবি দেখানোর পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ইনস্টাগ্রামের প্রোফাইল ছবি গ্রিডে আয়তক্ষেত্রাকার হিসেবে প্রদর্শিত হবে, যা অনেকটা টিকটক প্রোফাইল পেজের মতো।

পরে গত শনিবার মোসেরি আরও জানান, ইনস্টাগ্রাম রিলসের ভিডিওর সময়সীমা ৯০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করা হবে। এর ফলে, টিকটকের মতো ইনস্টাগ্রামও ব্যবহারকারীদের দীর্ঘ ভিডিও তৈরি করার সুযোগ দিচ্ছে। ২০২৩ সালে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার ফিচার শুরু করেছিল টিকটক।

ইনস্টাগ্রামের এক ভিডিওতে এডিটস অ্যাপ নিয়ে মোসেরি বলেন, ‘বিশ্বজুড়ে এখন অনেক কিছু ঘটছে এবং যাই ঘটুক না কেন, আমাদের কাজ হলো—এমন সৃজনশীল টুল তৈরি করা যা কেবল ইনস্টাগ্রামে নয়, বরং অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও তৈরির ক্ষেত্রেও ব্যবহারকারীদের জন্য সহায়ক হবে।’

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার কারণে ব্যবহারকারীদের আরও বেশি সময় ধরে সক্রিয় রাখার প্রচেষ্টা হিসেবে আপডেটগুলো নিয়ে এসেছে ইনস্টাগ্রাম।

গত শনিবার রাতের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের অ্যাকসেস বন্ধ করে দেয় টিকটক এবং ক্যাপকাট। কারণ, এর কয়েক ঘণ্টা পরেই একটি আইন কার্যকর হওয়ার কথা ছিল যা টিকটককে নিষিদ্ধ করার চেষ্টা করছিল। তবে টিকটক বন্ধের সুযোগ নিয়ে নতুন ব্যবহারকারী আকৃষ্ট করার আশা করছিল ইনস্টাগ্রাম। তবে সে আশাটি অপূর্ণ থাকতে পারে। গত রবিবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের জন্য একটি নির্বাহী আদেশ জারি করার ঘোষণা দেন এবং পরে অ্যাপটি পুনরায় চালু হয়ে যায়।

২০২০ সাল থেকে বেশ জনপ্রিয়তা অর্জনের পর ইনস্টাগ্রামের বড় প্রতিযোগী হয়ে ওঠে টিকটক। এর ফলে ইনস্টাগ্রাম তার অ্যালগরিদম পুনর্বিন্যাস করতে বাধ্য হয়েছিল। একই বছরের আগস্টে প্রথমবারের মতো রিলস ফিচার চালু করে ইনস্টাগ্রাম। সে সময়ই টিকটক নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন ট্রাম্প।

যদিও টিকটক সাময়িকভাবে বন্ধ থাকে ইনস্টাগ্রাম নতুন ব্যবহারকারী আকৃষ্ট করতে পারত। তবে গতকালের আগেই অন্য টিকটকের বিকল্প অ্যাপগুলো, বিশেষ করে চীন ভিত্তিক রেডনোটের ডাউনলোড সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। অপরদিকে ইনস্টাগ্রামের ডাউনলোডের সংখ্যায় তেমন বড় পরিবর্তন হয়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button