হঠাৎ করে নতুন ভিডিও ট্যাব চালু করল এক্স, কারণ কী
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে গত সোমবার কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল টিকটক। পুনরায় চালু হলেও আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিন সময় পেয়েছে চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। তবে সাময়িক সময়ের জন্য চালু হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে অনিশ্চয়তা কাটছে না। আর এই সুযোগে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিপুলসংখ্যক টিকটক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে হঠাৎ করেই নতুন ভিডিও ট্যাব চালু করেছে এক্স।
খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) বিভিন্ন তথ্য পোস্ট করার পাশাপাশি নিয়মিত ভিডিও প্রকাশ করেন অনেকেই। তবে বেশির ভাগ ব্যবহারকারীই উল্লম্ব (ভার্টিক্যাল) ফরম্যাটে কনটেন্ট আপলোড করেন। আর তাই টিকটকের আদলে স্বচ্ছন্দে ভিডিও দেখার সুযোগ দিতে নতুন ভিডিও ট্যাব চালু করেছে এক্স।
এক্সের তথ্যমতে, নতুন ভিডিও ট্যাবটি এক্স অ্যাপের নিচে যুক্ত করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই ভার্টিক্যাল ফরম্যাটের ভিডিও দেখতে পারবেন। প্রাথমিকভাবে এ সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন।