Trending

ইইউ ও চীনের বিরুদ্ধে আবারো শুল্কারোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইইউ ও অন্যান্য দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের বিপুল বাণিজ্য ঘাটতি রয়েছে, যা উদ্বেগজনক।

ইউরোপীয় ইউনিয়ন ও চীন থেকে করা আমদানি পণ্যে আবারো শুল্কারোপের অঙ্গীকার ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, মাদক তৈরির উপাদান ফেন্টিনিল মেক্সিকো ও কানাডার সাথে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায়— চিনের ওপর শাস্তিমূলক আরো ১০ শতাংশ কর আরোপের কথাও বলেছেন তিনি।

গত সোমবার ক্ষমতা গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর মঙ্গলবার তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেছেন।

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই যুক্তরাষ্ট্রের বৃহৎ বাণিজ্য অংশীদারদের ওপর শুল্কারোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সেই মাফিক প্রথমদিনেই তিনি এধরনের নির্বাহী আদেশ দেননি। তাতেই আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আর্থিক বাজার ও বাণিজ্যিক গ্রুপগুলো।

তবে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যেই আমদানিতে শুল্কের আওতা সম্প্রসারণের ডেডলাইন দিয়েছেন ট্রাম্প, তার গতকালকের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, তিনি এটি কার্যকর করতে চান। এর আওতায়, প্রতিবেশী কানাডা ও মেক্সিকো থেকে আমদানি পণ্যেও ২৫ শতাংশ শুল্কারোপ করা হতে পারে। চীন তো ছাড় পাবেই না, এমনকী যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় ইউনিয়ন-ও নয়।

মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইইউ ও অন্যান্য দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের বিপুল বাণিজ্য ঘাটতি রয়েছে, যা উদ্বেগজনক। ‘ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রতি খুব, খুব খারাপ করছে। এভাবে তারা শুল্কারোপের (ঝুঁকির) দিকে এগোচ্ছে। এটাই একমাত্র পথ… যদি আপনি ন্যায্যতা পেতে চান।’

মেক্সিকো ও কানাডার বিষয়ে বলেন, তারা যদি চীন থেকে আসা মাদক তৈরির উপাদান নিজেদের সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে পাচার বন্ধ না করে— তাহলে তাদের ওপর শুল্কারোপের কথা ভাবছেন তিনি।

এর আগে বিপুল বাণিজ্য ঘাটতির কারণে চীনের রপ্তানিপণ্যে ১০ শতাংশ হারে ঢালাও শুল্কারোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প, পরে এর সময়সীমা বাড়িয়ে ১ ফেব্রুয়ারি করেন।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিরোধের জায়গাগুলো যথাযথভাবে সমাধানে এবং উভয়পক্ষের জন্য লাভজনক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল ও টেকসই সম্পর্ক চায় বেইজিং।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মাও নিং আজ বুধবার বলেন, আমরা সবসময়েই বিশ্বাস করি বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। তবে চীন সবসময় দৃঢ়ভাবে তার জাতীয় স্বার্থকে সুরক্ষিত রাখবে।

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো মঙ্গলবার বলেন, কানাডা ও মেক্সিকো থেকে অবৈধ অভিবাসন ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতেই ট্রাম্প এ ধরনের শুল্কের হুমকি দিয়েছেন। তিনি চান দেশদুটি এসব বন্ধ করতে উদ্যোগ নিক, সেজন্যই এমন চাপ দিয়েছেন।  

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button