Science & Tech

আইফোনের অভিজ্ঞতায় নতুন মাত্রা আনবে ৫ চমকপ্রদ ফিচার

অ্যাপল জানুয়ারির শেষে তাদের অপারেটিং সিস্টেম আইওএস ১৮.৩-এর নতুন আপডেট উন্মোচন করতে যাচ্ছে। যদিও এতে কোনো বড় পরিবর্তন আনা হয়নি, তবে নতুন ফিচারগুলো আইফোনকে আরও স্মার্ট ও ব্যবহারবান্ধব করে তুলবে। ডিসেম্বরের মাঝামাঝি বেটা সংস্করণ উন্মোচনের পর থেকে এই আপডেটটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

নতুন আপডেটে যুক্ত হতে চলা ৫টি চমকপ্রদ ফিচার:

১. পোস্টার থেকে ক্যালেন্ডার ইভেন্ট তৈরি
আইফোন ১৬ মডেলে যুক্ত ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো পোস্টার বা লিফলেট স্ক্যান করে সরাসরি ক্যালেন্ডার ইভেন্ট তৈরি করা যাবে। ক্যামেরা বাটনে চাপ দিয়ে ফিচারটি চালু করলে ইভেন্টের তথ্য স্বয়ংক্রিয়ভাবে ক্যালেন্ডারে যুক্ত হবে।

২. গাছ ও প্রাণী শনাক্তকরণ প্রযুক্তি
নতুন আপডেটে ক্যামেরা কন্ট্রোলে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত করা হয়েছে, যা রিয়েল টাইমে গাছ, প্রাণী ও পোকামাকড় শনাক্ত করতে পারে। ফটোস অ্যাপে আগেই এই ধরনের ফিচার ছিল, তবে এখন এটি সরাসরি ক্যামেরায় ব্যবহার করা যাবে।

৩. এআই নোটিফিকেশন উন্নয়ন
লক স্ক্রিনের নোটিফিকেশনে এআই সারসংক্ষেপ আরও সহজে পরিচালনার জন্য নতুন অপশন যুক্ত করা হয়েছে। বাম দিকে সোয়াইপ করলে নতুনভাবে নোটিফিকেশন বন্ধ করার অপশন দেখাবে।

৪. নোটিফিকেশনের ইটালিক ফন্ট
এআই নোটিফিকেশনগুলো এখন ইটালিক ফন্টে দেখানো হবে, যাতে সাধারণ নোটিফিকেশনের মধ্যে থেকে এগুলো সহজেই আলাদা করা যায়। তবে বিভ্রান্তিকর শিরোনামের সমস্যার কারণে আপাতত কিছু ক্যাটাগরির নোটিফিকেশন সাময়িকভাবে নিষ্ক্রিয় রয়েছে।

৫. ক্যালকুলেটর অ্যাপে পুনরাবৃত্তি অপারেশ
ক্যালকুলেটর অ্যাপে এখন সমান চিহ্ন দুইবার ট্যাপ করলে শেষ গাণিতিক অপারেশনটি পুনরায় চালানো যাবে। উদাহরণস্বরূপ, ১০ x ১০-এর ফলাফল ১০০ হওয়ার পর আবার সমান চিহ্ন ট্যাপ করলে এটি ১০০ x ১০ গুণ করবে।

অ্যাপলের এই আপডেট আইফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button