ইসরায়েলের জনগণকে আলাস্কায় নিয়ে যান: নেতানিয়াহু-ট্রাম্পকে সৌদি কর্মকর্তার উপহাস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সৌদি আরবের ভেতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শকে উপহাস করেছেন দেশটির শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল-সাদুন। এর পরিবর্তে ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং ‘দখল’ করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত বলে প্রস্তাব করেছেন তিনি।
গত শুক্রবার সৌদি আরবের আরবি ভাষাভাষী সংবাদমাধ্যম ওকাজে লেখা এক প্রবন্ধে আল-সাদুন এই প্রস্তাব করেন। এতে তিনি ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেছেন। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের বিভিন্ন বেপরোয়া সিদ্ধান্তে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এবং সংলাপের প্রয়োজনীয়তা বাতিল করে দেওয়া হচ্ছে।
সতর্ক করে সৌদি শুরা কাউন্সিলের এই সদস্য বলেন, ‘জায়নাবাদী ও তাদের মিত্ররা’ রাজনৈতিক কৌশল ও সংবাদমাধ্যমের চাপের মাধ্যমে রিয়াদের নেতৃত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ট্রাম্প প্রশাসনকে কটাক্ষ করে আল-সাদুন বলেন, ‘যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক পররাষ্ট্র নীতি সার্বভৌম ভূখণ্ডের অবৈধ দখল এবং সেখানকার অধিবাসীদের জাতিগত নির্মূলের চেষ্টা করবে, যা ইসরায়েলের পদ্ধতি এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে পরিচিত। ইসরায়েলের জন্ম ও বিকাশ সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তি মাত্রই এ কথা বোঝেন যে, এই পরিকল্পনাটি জায়নাবাদীদের তৈরি এবং তাদের দ্বারা অনুমোদিত। শুধু পড়ে শোনানোর জন্য তা হোয়াইট হাউসের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সৌদি শুরা কাউন্সিল হল একটি পরামর্শমূলক পরিষদ। আইন প্রণয়ন ও নীতি সংক্রান্ত বিষয়ে রাজাকে পরামর্শ দেওয়াই এটির প্রধান কাজ। তবে আইন প্রণয়নে তাদের পূর্ণাঙ্গ ক্ষমতা নেই। রাজাই এর সদস্যদের নিয়োগ দেন।
এদিকে গতকাল রোববার এক বিবৃতিতে সৌদি সরকার দাবি করেছে, গাজায় ইসরায়েল ‘জাতিগত নির্মূল’সহ যেসব অপরাধ চালাচ্ছে, তা থেকে নজর সরানোর চেষ্টা করছেন দেশটির প্রধানমন্ত্রী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব এটা নিশ্চিত করছে যে, নিজেদের ভূমিতে ফিলিস্তিনি মানুষের অধিকার রয়েছে। আর তাঁরা এখানে কোনো অনুপ্রবেশকারী বা অভিবাসী নয় যে নিষ্ঠুর ইসরায়েলি দখলদারেরা ইচ্ছা হলেই তাঁদের তাড়িয়ে দিতে পারবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান
এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘সৌদি আরবের অভ্যন্তরে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন সৌদিরা। সেখানে তাঁদের অনেক জমি রয়েছে।’ তাঁর এই মন্তব্যের পর ক্ষোভ প্রকাশ করে কাতার, জর্ডান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাকসহ আরব দেশগুলো।
নেতানিয়াহুর আগে গাজা নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি বলেন, গাজায় সংঘাত শেষে উপত্যকাটির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। সেখান থেকে অন্য কোথাও ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া হবে। ট্রাম্পের ওই মন্তব্যের নিন্দা জানিয়েছেন আরব নেতারা।