Uncategorized

সামিটের চেয়ারম্যান আজিজ খান এখন সিঙ্গাপুরের ৪১তম ধনী: ফোর্বস

মুহাম্মদ আজিজ খান। ছবি: সংগৃহীত

২০২৩ সালে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। শীর্ষ পঞ্চাশ ধনীর তালিকার ৪১তম স্থানে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা এবং সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

ফোর্বস ওয়েবসাইটের তথ্যানুসারে, আজিজ খানের নিট সম্পদের পরিমাণ ১.১২ বিলিয়ন ডলার। গত বছর তার নিট সম্পদের পরিমাণ ছিল ১ বিলিয়ন ডলার।

এ বছর সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় এক ধাপ এগিয়েছেন আজিজ খান। ফোর্বস-এর ২০২২ সালের সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪২ নম্বরে।

ফোর্বসের তৈরি করা সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খানে প্রথম স্থান পান ২০১৮ সালে। ওই তার নিট সম্পত্তির পরিমাণ ছিল ৯১০ মিলিয়ন ডলার। ২০১৯ সালে কিছুটা কমার পর ২০২০ ও ২০২১ সালে তার নিট সম্পত্তি পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ৯৫৫ মিলিয়ন ও ৯৯০ মিলিয়ন ডলারে। 

আজিজ খান সামিট গ্রুপের চেয়ারম্যান। বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতসহ ২০টিরও বেশি খাতে ব্যবসা রয়েছে গ্রুপটির।

২০২৩ সালের ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় ধনকুবেদের সম্মিলিত সম্পদের পরিমাণ গত বছরের ১৬৪ বিলিয়ন ডলার থেকে ৮ শতাংশ বেড়ে ১৭৭ বিলিয়ন ডলার হয়েছে।

২০২৩ সালে সিঙ্গাপুরের শীর্ষ ধনীর স্থান দখল করেছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এদুয়ার্দো সেভারিন। মেটা প্ল্যাটফর্মের (সাবেক ফেসবুক) সহপ্রতিষ্ঠাতা সেভারিনের নিট সম্পত্তির পরিমাণ ১৬ বিলিয়ন ডলার। 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button