International

রাশিয়ার ৯৫ হাজার সৈন্যের মৃত্যু, যা বলছে ক্রেমলিন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার ৯৫ হাজারের বেশি সৈন্য নিহত হয়েছেন বলে রুশ স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা এক প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রাশিয়া সার্ভিসের সঙ্গে যৌথভাবে তৈরি করা এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন।

সম্প্রতি মিডিয়াজোনা ও বিবিসি রাশিয়া রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য, নতুন স্মৃতিসৌধ ও সমাধির তথ্য যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া নিহত সৈন্যদের তালিকা তৈরি করেছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে, সোমবার, নিহত সৈন্যদের ছবি ও প্রাথমিক তথ্য-উপাত্ত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে মিডিয়াজোনা।

রাশিয়ান শিল্পী ভ্যাসিলি ভেরেশচাগিনের বিখ্যাত চিত্রকর্মের আদলে তৈরি করা ইনফোগ্রাফে হাজার হাজার ছবি উপস্থাপন করা হয়েছে। ‘‘দ্য অ্যাপোথোসিস অব ওয়ার’’ নামে পরিচিত এই ইনফোগ্রাফে মাথার খুলির বিশাল স্তূপ দেখা যায়। এতে প্রত্যেক নিহত সৈন্যের মৃত্যুর তারিখ, বয়স, অঞ্চল এবং কোন ইউনিটে কর্মরত ছিলেন তার বিস্তারিত তথ্য সংযুক্ত করা হয়েছে।

মিডিয়াজোনার প্রতিবেদনে বর্তমানে ৯৫ হাজার ৩০০ সৈন্যের তালিকা রয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকেই এই তালিকা বিবিসি ও মিডিয়াজোনা নিয়মিত হালনাগাদ করছে।

মঙ্গলবার, ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, তিনি এই প্রতিবেদনের বিষয়ে অবগত নন। এছাড়া যুদ্ধে নিহত সৈন্যদের পরিসংখ্যান নিশ্চিত বা অস্বীকার, কোনোটিই করেননি তিনি।

তিনি বলেন, “এটি সত্য নাকি মিথ্যা, তা আমি জানি না।” যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈন্যদের হতাহতের সংখ্যা নিয়ে ক্রেমলিন সাধারণত কোনও তথ্য প্রকাশ করে না।

২০২২ সালের সেপ্টেম্বরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মাত্র ৫ হাজার ৯৩৭ সৈন্য নিহত হয়েছেন। তবে গত বছরের শেষের দিকে তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দাবি করেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ সৈন্য নিহত বা আহত হয়েছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto