মাদক পাচারের অভিযোগে চীনের ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপ

মাদক পাচারের অভিযোগে চীনের ওপর শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ফেব্রুয়ারির শুরুতেই চীন থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করেছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প জানান, ৪ মার্চ থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানির ওপর ২৫% শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি চীনের ওপর নতুন করে আরও ১০% শুল্ক আরোপ হবে।
৪ ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডা শুল্ক আরোপ স্থগিত করেছিল ট্রাম্প, কারণ উক্ত দেশ দুটি সীমান্ত নিরাপত্তা তহবিল বাড়াতে এবং মাদক পাচার মোকাবিলা নিয়ে আলোচনায় সম্মত হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবাহ মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, “এখনো মেক্সিকো ও কানাডা থেকে বিপুল পরিমাণ মাদক আসছে। এর বড় অংশ চীনে তৈরি হচ্ছে।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের বিরুদ্ধে আফিম যুদ্ধ চালানোর অভিযোগ তোলেন।
তবে এর প্রতিক্রিয়ায় চীনের লিন জিয়ান বলেন, “ওয়াশিংটন ফেন্টানিল ইস্যুকে ব্যবহার করে শুল্ক চাপ ও ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এটি দুই দেশের মধ্যে মাদক নিয়ন্ত্রণ-সংক্রান্ত সংলাপের ওপর গুরুতর প্রভাব ফেলবে।”
এই শুল্ক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্যই ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
কানাডা ও মেক্সিকো প্রেসিডেন্টরা শুল্ক আরোপের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।