যুক্তরাষ্ট্রকে নিয়েই ইউক্রেন যুদ্ধ থামাতে চায় ইউরোপ

ট্রাম্প-জেলেনস্কির নজিরবিহীন বাগ্বিতণ্ডা। বিশ্বজুড়ে হইচই। ইউরোপ জুড়ে অজানা শঙ্কা, আতঙ্ক। তার মাঝেই লন্ডনে বিশেষ সম্মেলন। একের পর এক ঘটনা ঘটছে।
এবার ইউক্রেনে শান্তি ফেরানোর তৎপর হয়েছে ইউরোপ। চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা।
যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই ইউরোপের নেতারা এই যুদ্ধ বন্ধ করতে চান। চার দফা পরিকল্পনাও প্রকাশ করা হয়েছে।
ইউক্রেন নিয়ে আলোচনা করতে রবিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জড়ো হন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা।
ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্মেলনে যোগ দিয়েছিলেন।
‘সিকিউর আওয়ার ফিউচার’ শীর্ষক এই সম্মেলনের শেষে সংবাদ সম্মেলন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। তিনি বলেন, ‘আমরা এখন ইতিহাসের এক সন্ধিক্ষণে রয়েছি। এটা কথা বলার কোনো সময় নয়। স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাই ঐক্যবদ্ধ ও একসঙ্গে কাজ করার এবং পদক্ষেপ নেওয়ার সময় এটা।