গাজা যুদ্ধ বন্ধের আহ্বানকারী সিনিয়র কমান্ডারসহ ১ হাজার ইসরাইলি সেনাকে বহিষ্কার

গাজায় চলমান যুদ্ধের অবসান চেয়ে প্রকাশ্য আহ্বান জানানোর জেরে ইসরাইলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির প্রায় এক হাজার রিজার্ভ সেনা ও একাধিক জ্যেষ্ঠ কমান্ডারকে বরখাস্তের অনুমোদন দিয়েছেন।
গাজায় চলমান যুদ্ধের অবসান চেয়ে প্রকাশ্য আহ্বান জানানোর জেরে ইসরাইলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির প্রায় এক হাজার রিজার্ভ সেনা ও একাধিক জ্যেষ্ঠ কমান্ডারকে বরখাস্তের অনুমোদন দিয়েছেন।
চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি বিমান বাহিনীর শত শত সদস্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। সেখানে গাজায় পরিচালিত সামরিক অভিযানকে ‘নিরাপত্তা নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের রক্ষাকবচ’ হিসেবে আখ্যা দেয়া হয়।
চিঠিতে তারা যুদ্ধবিরতির মাধ্যমে বন্দীদের মুক্তিরও দাবি জানান এবং সামরিক পন্থায় এই লক্ষ্যে পৌঁছানো অসম্ভব বলেও উল্লেখ করেন।
এই ঘটনার পর সেনাপ্রধান জামির বলেন, ‘চিঠিতে স্বাক্ষর করা একটি গভীর উদ্বেগজনক বিষয়। যারা এতে অংশ নিয়েছেন, তারা সেনাবাহিনীতে আর ফিরে আসতে পারবেন না।’
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এই চিঠিকে যুদ্ধের নৈতিক ভিত্তি দুর্বল করার ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে কড়া সমালোচনা করেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎজ, সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল (অব.) নিমরোদ শেফার, এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনি।
তারা ‘ইসরাইলের প্রতিটি নাগরিককে’ সর্বত্র ও সর্বপ্রকারে বন্দীদের ফিরিয়ে আনার লক্ষ্যে যুদ্ধ থামানোর দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনীর সূত্রমতে, চিঠিতে স্বাক্ষরকারী প্রায় ১০ শতাংশ সদস্যই সক্রিয় রিজার্ভ বাহিনীর অংশ, যাদের অধিকাংশই স্বেচ্ছাসেবী। আর বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত সেনাসদস্য।