গত তিন বছরে সর্বনিম্নে মার্কিন ডলার সূচক, রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম

ইউরো ডলারের বিপরীতে শক্তিশালী হয়ে উঠেছে। বর্তমানে ইউরোর বিনিময় হার ২০২২ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতির কারণে দেশজুড়ে সম্ভাব্য মন্দা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় শুক্রবার মার্কিন ডলার সূচক তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
১৩৩৬ জিএমটি অনুযায়ী, সূচকটি ১.৩৬ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৯৯.৪৯-এ, যা দিনের শুরুতে ৯৯.০১৪-এ নেমেছিল। এটি গত তিন বছরে সর্বনিম্ন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডলার সূচক ৮ শতাংশেরও বেশি কমে গেছে। ট্রাম্পের শুল্ক আরোপ এবং চীনের সাথে উত্তেজনা বৃদ্ধির জেরে বিশ্ববাজারে অর্থনৈতিক অনিশ্চয়তা তীব্রতর হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা ডলারভিত্তিক সম্পদ বিক্রি করে দিচ্ছেন, যার ফলে সূচকের ওপর উল্লেখযোগ্য নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক মন্দা ঘিরে ক্রমবর্ধমান উদ্বেগ এবং ট্রাম্প প্রশাসনের সংরক্ষণবাদী অবস্থান আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের প্রতিযোগিতা কমিয়ে দিয়েছে। যদিও চীন ছাড়া অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের জন্য ট্রাম্প ৯০ দিনের জন্য অতিরিক্ত শুল্ক আরোপ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন, তবুও পূর্বে আরোপিত শুল্ক ইতোমধ্যে মার্কিন অর্থনীতিতে উল্লেখযোগ্য ক্ষতির সৃষ্টি করেছে। বিশ্লেষকদের ধারণা, এই ক্ষতি থেকে অর্থনীতিকে সহজে পুনরুদ্ধার করা যাবে না।
মার্কিন অর্থনীতির প্রতি আস্থা হ্রাস পাওয়ায় এবং সম্ভাব্য মন্দার আশঙ্কায় ডলারের ওপর বিক্রয়চাপ আরো বেড়েছে।
এদিকে, ইউরো ডলারের বিপরীতে শক্তিশালী হয়ে উঠেছে। ইউরোর বিনিময় হার ২০২২ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ১.১৪৭৪ মার্কিন ডলারে পৌঁছেছে।
ডলারের চাহিদা হ্রাস পাওয়ায় মূল্যবান ধাতুর বাজারেও প্রভাব পড়েছে। শুক্রবার সোনার দাম প্রতি আউন্সে ২ শতাংশেরও বেশি বেড়ে রেকর্ড সর্বোচ্চ ৩,২৪৪.২৩ ডলারে পৌঁছেছে।