ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকে ‘ভয় পাচ্ছে না’ চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং বলেন, ‘চীনের অবস্থান খুবই পরিষ্কার। শুল্ক বা বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। চীন এই যুদ্ধ করতে চায় না। কিন্তু তারা এই যুদ্ধে ভীতও নয়।’
যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে ভীত নয়। এই সপ্তাহের শুরুতে হোয়াইট হাউস একটি তথ্যপত্রে সর্বশেষ শুল্ক হার প্রকাশ করেছে।
এই তথ্যপত্রে ট্রাম্পের সাম্প্রতিক ১২৫ শতাংশ শুল্ক ও যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল রফতানি রোধে বেইজিংয়ের ব্যর্থতার প্রতিক্রিয়ায় আরোপিত ২০ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে। একইসাথে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের অধীনে চালু হওয়া জাতীয় নিরাপত্তা পর্যালোচনার পরে আরোপিত ৭.৫ শতাংশ থেকে ১০০ শতাংশের মধ্যে সম্ভাব্য শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে।
গত সপ্তাহে চীনের অর্থ মন্ত্রণালয় ট্রাম্পের বর্ধিত শুল্ককে ‘রসিকতা’ বলে বর্ণনা করে কারণ এর আর ‘কোনো অর্থনৈতিক তাৎপর্য’ নেই।
বাণিজ্য যুদ্ধে পিছিয়ে নেই চীনও। তারা মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এছাড়াও শুল্কখাতের বাইরে বেশকিছু পদক্ষেপ নিয়েছে চীন। যেমন, হলিউডের চলচ্চিত্র মুক্তি সেখানে সীমিত করা হয়েছে।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসতে চায় তাহলে তাদেরকে চাপ, হুমকি বা ব্ল্যাকমেলিংয়ের নীতি পরিত্যাগ করে পারস্পরিক সম্মান ও দ্বিপক্ষীয় সুবিধার কথা মাথায় রেখে চীনের সাথে কথা বলতে হবে।’
এর আগে, মঙ্গলবার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট মার্কিন প্রেসিডেন্টের একটি বিবৃতিতে পড়ে শোনান। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনের কোর্টে বল। তারা আমাদের সাথে চুক্তি করতে চায় কিনা তা তাদের জানাতে হবে।’
বুধবার চীনের তরফ থেকে জানানো হয়, ‘এই শুল্ক যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেছে।’ লিন বলেন, ‘চীনের অবস্থান খুবই পরিষ্কার। শুল্ক বা বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। চীন এই যুদ্ধ করতে চায় না। কিন্তু তারা এই যুদ্ধে ভীতও নয়।’
এরই মধ্যে ট্রাম্পের শুল্কনীতির সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারল রিজার্ভ। বুধবার ইকোনমিক ক্লাব অফ শিকাগোতে ভাষণ দিতে গিয়ে ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েল বলেন, এই শুল্কনীতির ফলে মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। এর ফলে অর্থনীতি বৃদ্ধির হারও কমবে।