মার্কিন শুল্কে প্রবৃদ্ধি কমলেও বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি নেই : আইএমএফ

সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন শুল্ক এবং চীন ও ইইউর প্রতিশোধমূলক শুল্কের কারণে বিশ্বব্যাপী বাণিজ্য ব্যবস্থার পরিবর্তনে দেশগুলোর অর্থনীতি কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছে। এতে বাণিজ্য নীতিতে অনিশ্চয়তা ও আর্থিক বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে।
ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা ও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনৈতিক পূর্বাভাস নিম্নমুখী হবে। তবে বিশ্বব্যাপী কোনো মন্দার আশঙ্কা নেই বলে বৃহস্পতিবার জানিয়েছেন অর্থনৈতিক সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা।
জর্জিভা বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন শুল্ক এবং চীন ও ইইউর প্রতিশোধমূলক শুল্কের কারণে বিশ্বব্যাপী বাণিজ্য ব্যবস্থার পরিবর্তনে দেশগুলোর অর্থনীতি কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছে। এতে বাণিজ্য নীতিতে অনিশ্চয়তা ও আর্থিক বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘ফলে ব্যয় বৃদ্ধি পাবে। আমাদের নতুন প্রবৃদ্ধির পূর্বাভাসে উল্লেখযোগ্য হ্রাস অন্তর্ভুক্ত থাকলেও বৈশ্বিক মন্দার আশঙ্কা নেই।’ তবে কিছু দেশে উচ্চ মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করেন তিনি।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী উচ্চহারে শুল্ক আরোপের মাধ্যমে বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছেন। এর মধ্যে রয়েছে সব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ মার্কিন শুল্ক এবং কিছু পণ্যের জন্য উচ্চহার। যদিও আলোচনার সুযোগ দেয়ার জন্য ৯০ দিনের জন্য এই শুল্ক স্থগিত করা হয়েছে। চীন, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশ প্রতিশোধমূলক ব্যবস্থা ঘোষণা করেছে।
জর্জিভা দেশগুলোকে বিশ্বাসযোগ্য মুদ্রানীতি বজায় রেখে অর্থনৈতিক ও আর্থিক সংস্কার অব্যাহত রাখার আহ্বান জানান, পাশাপাশি শক্তিশালী আর্থিক বাজার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানও বজায় রাখতে বলেন।
তিনি বলেন, ‘আমাদের বিভক্তির দিকে ঝুঁকে পড়ার মতো নয় বরং আরো স্থিতিস্থাপক বিশ্ব অর্থনীতির প্রয়োজন। বড়-ছোট সব দেশেরই বিশ্ব অর্থনীতিকে শক্তিশালী করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করা উচিত।’