International

ইয়েমেনের তেলের টার্মিনালে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৭৪

হাউসির বিরুদ্ধে গত বছর থেকে লড়াই চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এই সময়ের মধ্যে বৃহস্পতিবারের এই হামলাটি সবচেয়ে বেশি প্রাণঘাতী। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইয়েমেনের রাস ইসা তেলের টার্মিনালে মার্কিন হামলায় অন্তত ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, হামলায় ৭৪ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে সেখানকার বন্দর পরিচালনাকারী সাফার ওয়েল কোম্পানি এবং ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরা রয়েছেন বলে জানা গেছে। হতাহতের বিষয়ে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউএস সেন্ট্রাল কমান্ড।

ইরান সমর্থিত গোষ্ঠী হাউসির বিরুদ্ধে গত বছর থেকে লড়াই চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এই সময়ের মধ্যে বৃহস্পতিবারের এই হামলাটি সবচেয়ে বেশি প্রাণঘাতী। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা তীব্রতর করার আদেশ দিয়েছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, হাউসি সন্ত্রাসীদের তেলের উৎস বিচ্ছিন্ন করে দিতেই এই হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, হাউসি এক দশক ধরে ইয়েমেনের ওই অঞ্চলটি দখলে রেখেছে। ২০২৩ সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগরের ওই অঞ্চলে চলাচলকারী জাহাজের উপর বেশ কয়েকবার ড্রোন ওবং মিসাইল হামলা চালিয়েছে।

গাজায় দুই মাসের যুদ্ধ বিরতির সময়ে হামলা বন্ধ রেখেছিল হাউসি। তবে গাজায় ইসরাইল পুনরায় হামলা চালানো শুরু করার পর তারাও সাগরে জাহাজের ওপর আক্রমণ চালানোর হুমকি দেয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto