পোপ ফ্রান্সিসের আত্মার শান্তি কামনা ট্রাম্পের, স্মরণ করলেন পুতিনও

২০১৩ সাল থেকে রোমান ক্যাথলিক চার্চের প্রধানের দায়িত্ব পালন করা পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে সোমবার (২১ এপ্রিল) মারা গেছেন। তার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা শোক প্রকাশ করছেন।
ট্রুথ সোশ্যালে একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়াত পোপ ফ্রান্সিসের আত্মার শান্তি কামনা করেছেন।
ট্রাম্প লিখেছেন, ‘পোপ ফ্রান্সিসের শান্তি কামনা করি! স্রষ্টা তার এবং তাকে যারা ভালোবাসতেন তাদের সকলকে আশীর্বাদ করুন!’
এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোপ ফ্রান্সিসকে ‘জনগণের পোপ’ এবং ‘আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের একজন’ হিসেবে স্মরণ করেন।
বাইডেন সোমবার এক বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জিল (বাইডেনের স্ত্রী) এবং আমি পরম পবিত্র পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর পেয়েছি। তিনি তার আগে যারা এসেছিলেন তাদের থেকে আলাদা ছিলেন। পোপ ফ্রান্সিসকে আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের একজন হিসেবে স্মরণ করা হবে এবং তাকে জানার জন্য আমি আরও বেশি আনন্দিত।’
অপরদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বার্তায় পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বার্তায় পুতিন তার ‘অত্যন্ত আন্তরিক সমবেদনা’ প্রকাশ করেছেন এবং পোপকে ‘খ্রিস্টীয় মতবাদের একজন বিশ্বস্ত সেবক, একজন জ্ঞানী ধর্মীয় ও রাষ্ট্রনায়ক এবং মানবতাবাদ ও ন্যায়বিচারের উচ্চ মূল্যবোধের একজন ধারাবাহিক রক্ষক’ হিসেবে প্রশংসা করেছেন।
রুশ প্রেসিডেন্ট পুতিন রাশিয়ান অর্থোডক্স এবং রোমান ক্যাথলিক গির্জার মধ্যে সংলাপ গড়ে তোলার ক্ষেত্রে এবং রাশিয়া ও হলি সি-এর মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ফ্রান্সিসের ভূমিকার কথা উল্লেখ করেছেন।
পুতিন বলেন, এই অসাধারণ ব্যক্তির সঙ্গে আমার অনেকবার যোগাযোগের সুযোগ হয়েছে এবং আমি তার উজ্জ্বলতম স্মৃতি চিরকাল লালন করব।