Science & Tech

আপনার আইফোন ও আইপ্যাড নিরাপদ আছে তো

আইওএস, আইপ্যাডওএসসহ নিজেদের বিভিন্ন অপারেটিং সিস্টেমে ‘জিরো ডে’ ঘরানার দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার পর তড়িঘড়ি করে সেগুলোর সমাধান করেছে অ্যাপল। পুরোনো সব সংস্করণে নিরাপত্তাত্রুটিগুলো থেকে যাওয়ায় সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত আইওএস, আইপ্যাডওএসসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভয়ংকর এ ত্রুটিগুলো কাজে লাগিয়ে আইফোনসহ অ্যাপলের বিভিন্ন যন্ত্রে দূর থেকে নতুন কোড যুক্ত করে ব্যবহারকারীদের অজান্তেই নিয়ন্ত্রণ করা যেত। ত্রুটিগুলো ব্যবহার করে এরই মধ্যে সীমিত পরিসরে সাইবার হামলা চালানো হয়েছে। তাই সব ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে।

অ্যাপলের তথ্যমতে, ‘সিভিই-২০২৫-৩১২০০’ নামের জিরো ডে ত্রুটিটি যৌথভাবে শনাক্ত করেছে অ্যাপল ও গুগলের ‘থ্রেট অ্যানালাইসিস গ্রুপ’। অন্যদিকে ‘সিভিই-২০২৫-৩১২০১’ ত্রুটি শনাক্ত করেছে অ্যাপল। পুরোনো সব সংস্করণে নিরাপত্তাত্রুটিগুলো এখনো থেকে যাওয়ায় সাইবার হামলার শিকার হতে পারেন ব্যবহারকারীরা।

এ বছর অ্যাপল মোট পাঁচটি জিরো ডে নিরাপত্তাত্রুটি শনাক্ত করে সমাধান করেছে। নতুন জিরো ডে ত্রুটিগুলোর সমাধান যেসব সংস্করণে পাওয়া যাবে সেগুলো হলো আইওএস ১৮.৪.১, আইপ্যাডওএস ১৮.৪.১, ম্যাকওএস সিকোয়িয়া ১৫.৪.১, টিভিওএস ১৮.৪.১ এবং ভিশনওএস ২.৪.১।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto