কানাডায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

কানাডায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে, কে হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
কানাডায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে, কে হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
জাস্টিন ট্রুডোর পর প্রধানমন্ত্রীর দায়িত্বে আসা মার্ক কার্নি ছয় সপ্তাহ আগে এই আগাম নির্বাচন ঘোষণা করেছিলেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান দুটি দল হলো- কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল পার্টি ও কনজারভেটিভ পার্টি।
নির্বাচনের আগে আগে সামাজিক মাধ্যমে আবারো কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ সঙ্কটের বিরুদ্ধে একতাবদ্ধ এবং শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।