সামনে–পেছনে ১০৮ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনে

বাংলাদেশের বাজারে নতুন ফোন এনেছে অনার। ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস পর্দার ‘অনার এক্স৮সি’ মডেলের ফোনটির পেছনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ১০৮ ও ৫ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।
অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা ও ৮ গিগাবাইট র্যাম রয়েছে, যা আরও ৮ গিগাবাইট বাড়ানো যায়। ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি ৩৫ ওয়াটের সুপার চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা সম্ভব। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।
আইপি৬৪ প্রযুক্তিনির্ভর ফোনটি পানি এবং ধুলা প্রতিরোধক। ফলে ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটির দাম ধরা হয়েছে ৩৪ হাজার ৯৯৯ টাকা। সবুজ, সাদা ও কালো রঙে পাওয়া যাবে ফোনটি।