স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে গেলে ১ হাজার ডলার দেবে ট্রাম্প প্রশাসন

গত ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত এক লাখ ৫২ হাজার নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে তাদের এক হাজার ডলার সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন।
সোমবার (৫ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, তারা ভ্রমণের জন্যও অর্থ দেবে এবং সিবিপি হোম অ্যাপের মাধ্যমে যেসব অভিবাসনপ্রত্যাশী জানাবেন যে তারা নিজ দেশে ফিরতে চান, তাদেরকে বন্দিশালায় রাখা হবে না কিংবা বলপ্রয়োগ করা হবে না।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, ‘আপনারা যারা অবৈধভাবে এই দেশে বসবাস করছেন, তাদের জন্য স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়া হচ্ছে সর্বোৎকৃষ্ঠ, সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী উপায়। ডিএইচএস এখন সিবিপি হোম অ্যাপের মাধ্যমে অবৈধ অভিবাসীদের আর্থিক ভ্রমণ সহায়তা এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ভাতা দিচ্ছে।’
সংস্থাটি জানিয়েছে, যারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে চান— তাদেরকে অর্থ সহায়তা ও যাতায়াত ব্যয় সরবরাহ করা হলেও সেটি হবে অনেক সাশ্রয়ী। কারণ বর্তমানে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে অভিযান, বন্দিশালা ও তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে প্রত্যেক অভিবাসীর পেছনে মাথাপিছু গড়ে ১৭ হাজার ডলার ব্যয় হচ্ছে।
গত ২০ জানুয়ারি শপথগ্রহণের পর যুক্তরাষ্ট্রে বসবাসকারী নথিবিহীন অভিবাসীদের গ্রেফতার ও তাদের নিজ দেশে ফেরত পাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। তিনি এ আদেশে স্বাক্ষর করার পর থেকেই অবৈধ অভিবাসীদের গ্রেফতারে দেশজুড়ে অভিযান শুরু হয়।
ডিএইচএসের তথ্য অনুসারে, গত ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত এক লাখ ৫২ হাজার নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ সংখ্যা অবশ্য তার পূর্বসূরী প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের চেয়ে কম। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রায় এক লাখ ৯৫ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছিল বাইডেন প্রশাসন।