International
কাল মস্কোতে বিজয় কুচকাওয়াজে যোগ দেবেন ২৯ জন বিদেশি নেতা

মস্কোতে বিজয় কুচকাওয়াজে যোগ দিবেন ঊনত্রিশ জন বিদেশী নেতা, রাশিয়ার রাষ্ট্রপতির সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “আমরা অনেক বিদেশী অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এবং আমরা আশা করছি যে, আমরা যে দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছি সেখানকার ২৯ জন নেতা বিজয় কুচকাওয়াজে উপস্থিত থাকবেন।”
ক্রেমলিন সহকারীর মতে, এরা হলেন আবখাজিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, বসনিয়াও হার্জেগোভিনা, ব্রাজিল, বুরকিনা ফাসো, চীন, কঙ্গো, কিউবা, মিশর, নিরক্ষীয় গিনি, ইথিওপিয়া, গিনি বিসাউ, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, ফিলিস্তিন, সার্বিয়া, ¯েøাভাকিয়া, দক্ষিণ ওসেটিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ভেনেজুয়েলা, ভিয়েতনাম এবং জিম্বাবুয়ের নেতারা।