মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

বিজ্ঞানীদের দাবি মঙ্গল গ্রহের তরল পানির একটি বিশাল আধার রয়েছে। ভূত্বকের গভীরে সেই পানি আটকে রয়েছে। মঙ্গল গ্রহ প্রচীন জলাশয়ের চিহ্ন রয়েছে। একটা সময় মঙ্গলে পানি ছিল। কিন্তু কোনও কারণে এই গ্রহটি ঠান্ডা ও শুষ্ক হয়ে যায়। তারপরই পানির স্তর কোথায় যায়- সেই রহস্যের সমাধান খুঁজছিলেন বিজ্ঞানীরা। নতুন একটি গবেষণা রিপোর্ট বলছে মঙ্গলে পানি রয়েছে। তার প্রমাণও হাতে রয়েছে বিজ্ঞানীদের।
নাসার ইনসাইট মিশন থেকে প্রাপ্ত ভূমিকম্পক তথ্য ব্যবহার করে বিজ্ঞানীরা দাবি করেছে মঙ্গলের ভূপৃষ্টের ৫.৪ থেকে ৮ কিলোমিটার নিচে একটি ভূমিকম্পক তরঙ্গ ধীর হয়ে যায়। যা এই গভীরতায় পানির উপস্থিতি থাকতে পারে। বিজ্ঞানীদের দাবি মঙ্গল সর্বদাই অনুর্বর মরুভূমি ছিল না। কোটি কোটি বছর আগে এখানে নদী, হ্রদ-সবই ছিল। মঙ্গলের চৌম্বক ক্ষেত্র ম্লান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবং এর বায়ুম-ল পাতলা হওয়ার সঙ্গে ভূপৃষ্ঠের বেশিরভাগ পানি অদৃশ্য হয়ে যায়। মহাকাশে উবে যায় বলেও মনে করছেন বিজ্ঞানীরা। পানির কিছু অংশ মেরু ক্যাপে জমে গিয়েছিল, আর পানির কিছু অংশ খনিজ পদার্থের মধ্যে আটকে রয়েছে। সেই পানিই জমে রয়েছে এখনও।
বিজ্ঞানীদের দাবি যে, পানি মঙ্গল থেকে নিখোঁজ হয়ে গেছে তা রয়েছে প্রায় ৭০০ মিটার গভীরে। মাটির গভীরে সমুদ্রও থাকতে পারে বলে অনুমান। ২০১৮ সালে নাসার ইনসাইট ল্যন্ডার একটি সংবেদনশীল সিসমোমিটার দিয়ে মঙ্গলের অভ্যন্তরের বিষদ তথ্য দিয়েছিল। সেখানেই বলা হয়েছে মাটির গভীর একটি স্থানে কম্পনের বেগ অনেকটাই কমে গিয়েছিল। তাই বিজ্ঞানীদের অনুমান সেখানেই রয়েছে পানি। বিজ্ঞানীদের অনুমান অ্যান্টার্কটিকার বরফের স্তরের হিসেবে মঙ্গলের পানির পরিমাণ কয়েক গুণ বেশি। বিজ্ঞানীদের কথায় ২০২১ সালে মঙ্গলে দুটি উল্কাপি- আঘাত করেছিল। যার কারণে গ্রহে ভূমিকম্প হয়। তাতেই বিজ্ঞানীরা কম্পনের মাত্রা দেখেই মঙ্গলে মটির নিচে পানি রয়েছে বলে পুরোপুরি নিশ্চিত।
মঙ্গলে পানির সন্ধনে আগামী দিনে হতে পারে রোভার ড্রিল। যা লালগ্রহে পানির ধারা ট্যপ করতে পারবে। বিজ্ঞানীদের কথায় মঙ্গলে পৃথিবীর থেকেও বেশি পানি রয়েছে। একটা সময় মঙ্গল পৃথিবীর মত সবুজ ছিল – এমন তথ্য পাওয়া গেলেও তারা অবাক হবেন না।