Trending

মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোকে বৈশ্বিক কর থেকে অব্যাহতিতে সম্মত জি-৭

জি-৭ সভাপতিত্বকারী দেশ কানাডা জানিয়েছে, চুক্তির ফলে মার্কিন কোম্পানিগুলো একটি ‘সাইড-বাই-সাইড’ পদ্ধতির সুবিধা পাবে। এতে তাদের শুধুমাত্র নিজ দেশে কর দিতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক আয়ের ওপর অন্যান্য দেশের আরোপিত অতিরিক্ত কোনো কর দিতে হবে না।

সাতটি উন্নত অর্থনীতির জোট জি-৭ শনিবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানিগুলোর ওপর অন্যান্য দেশের আরোপিত বৈশ্বিক ন্যূনতম কর (গ্লোবাল মিনিমাম ট্যাক্স) থেকে অব্যাহতি দিতে সম্মত হয়েছে।

অটোয়া থেকে এএফপি সংবাদ জানিয়েছে, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়। কারণ, তারাই এই বিষয়ে জোরালো চাপ দিয়েছিল।

বর্তমান জি-৭ সভাপতিত্বকারী দেশ কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো একটি ‘সাইড-বাই-সাইড’ পদ্ধতির সুবিধা পাবে। এতে তাদের শুধুমাত্র নিজ দেশে কর দিতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক আয়ের ওপর অন্যান্য দেশের আরোপিত অতিরিক্ত কোনো কর দিতে হবে না।

চুক্তিটি আংশিকভাবে সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কর ব্যবস্থায় সাম্প্রতিক প্রস্তাবিত পরিবর্তনের কারণে, যা ট্রাম্পের স্বাক্ষরিত একটি অভ্যন্তরীণ নীতি প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে। যদিও বিলটি এখনো কংগ্রেসে আলোচনারত।

বিবৃতিতে বলা হয়েছে, এই ‘সাইড-বাই-সাইড’ ব্যবস্থা ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক কর ব্যবস্থায় ‘বেশি স্থায়িত্ব ও নিশ্চয়তা’ এনে দিতে পারে।

২০২১ সালে প্রায় ১৪০টি দেশ একটি চুক্তিতে পৌঁছায়, যেখানে বহুজাতিক কোম্পানিগুলোর ওপর কর আরোপের নীতি নির্ধারিত হয়। এটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) তত্ত্বাবধানে আলোচনার মাধ্যমে গৃহীত হয়েছিল।

ওই চুক্তিটি কড়া সমালোচনা করেছিলেন ট্রাম্প। দুইটি স্তম্ভে গঠিত এ চুক্তির মধ্যে একটি হলো বৈশ্বিক ন্যূনতম কর ১৫ শতাংশ। তবে এই কর থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর অব্যাহতি চূড়ান্তভাবে ওইসিডি’র অনুমোদনের উপর নির্ভরশীল।

জি-৭ জানিয়েছে, তারা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য ও বাস্তবায়নযোগ্য একটি দ্রুত সমাধানে পৌঁছানোর অপেক্ষায় আছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto