Trending

প্রায় ৫ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করবে ইতালি

ইতালি ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় ৫ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করবে। শ্রমিক সংকট মোকাবিলায় বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করতে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির মন্ত্রিসভা।

এই পরিকল্পনার আওতায় ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনকে ইতালিতে কাজের অনুমতি দেওয়া হবে। তিন বছরের শেষে মোট সংখ্যা দাঁড়াবে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকারের এটি দ্বিতীয়বারের মতো বড় পরিসরে বৈধ অভিবাসন চালু করার উদ্যোগ। এর আগেও ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৪ লাখ ৫০ হাজার অভিবাসীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকেও সরকার বৈধ পথে কর্মী আনতে আগ্রহী। এজন্য দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া, সাগরে মানবিক উদ্ধারকার্য সীমিতকরণ এবং নিয়ন্ত্রিত অভিবাসনের ওপর জোর দেওয়া হচ্ছে।

সরকার জানিয়েছে, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও পূর্ববর্তী আবেদন পর্যালোচনা করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। শ্রম বাজারের বাস্তব চাহিদা বিবেচনায় নিয়েই পরিকল্পনাটি করা হয়েছে।

বর্তমানে প্রবীণ জনগোষ্ঠী ও জন্মহার কমে যাওয়ার কারণে ইতালির অর্থনীতি শ্রমিক সংকটে পড়েছে। ২০২৪ সালে দেশটিতে জন্মের তুলনায় ২ লাখ ৮১ হাজার বেশি  মৃত্যু হয়েছে। জনসংখ্যাও কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৮৮ লাখে। এই ধারা চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে অন্তত ১ কোটি অভিবাসী প্রয়োজন হবে বলে জানিয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান।

দেশটির কৃষি সংগঠন কোলদিরেত্তি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, এটি মাঠে পর্যাপ্ত শ্রমিক ও খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক সাক্ষাৎকারে জানান, সরকার দৃঢ়ভাবে বৈধ অভিবাসনের পথ চালু রাখবে এবং দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে উপকার বয়ে আনবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto