দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প, আতঙ্কে দ্বীপবাসী

‘এটি কবে শেষ হবে, তা স্পষ্ট নয়। আমার বাচ্চাদের অন্যত্র সরিয়ে নেব কি না, তা নিয়ে ভাবছি।’
জাপানের দক্ষিণাঞ্চলে প্রত্যন্ত দ্বীপমালা গত দুই সপ্তাহে প্রায় ৯০০টি ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে বুধবার জানিয়েছে আবহাওয়া সংস্থা।
এক জরুরি সংবাদ সম্মেলনে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, আতঙ্কে অনেকে রাতে ঘুমাতে পারছেন না। তবে এখনো বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপান মেটেওরোলজিক্যাল এজেন্সির ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আয়াতাকা এবিতা জানিয়েছেন, গত ২১ জুন থেকে তোকারা দ্বীপপুঞ্জের আশপাশের সাগর এলাকায় ভূমিকম্পের প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়েছে। আজ বিকেল ৪টা পর্যন্ত ৯০০টিরও বেশি ভূকম্পন রেকর্ড করা হয়েছে।
এর মধ্যে স্থানীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। যার পরপরই কর্তৃপক্ষ জরুরি সংবাদ সম্মেলন ডাকে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গ্রামের এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যম এমবিসিকে বলেন, ‘মনে হচ্ছিল সব কিছু বারবার কেঁপে উঠছে। ঘুমিয়ে পড়াটাও আতঙ্কের।’
অন্য আরেক বাসিন্দা বলেন, ‘এটি কবে শেষ হবে, তা স্পষ্ট নয়। আমার বাচ্চাদের অন্যত্র সরিয়ে নেব কি না, তা নিয়ে ভাবছি।’
প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে ‘রিং অব ফায়ার’ বরাবর চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি।