ইরানের সঙ্গে সংঘাত কেবল কূটনৈতিকভাবে সমাধান করা উচিত: ট্রাম্পকে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের সব সংকট কেবল রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ফোনালাপে ইউক্রেন যুদ্ধ, ইরান-ইসরায়েল সংঘাতসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
ফোনালাপের পর সাংবাদিকদের রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন,“রাশিয়ার পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে—সব ধরনের বিরোধ, মতপার্থক্য এবং সংঘাতপূর্ণ পরিস্থিতি শুধুমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিতেই সমাধান হওয়া উচিত।”
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন ট্রাম্পকে বলেছেন, ইউক্রেন ইস্যুতে মস্কো তার লক্ষ্য থেকে সরে আসবে না। তবে এ নিয়ে আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
উশাকভ বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট বলেছেন, বর্তমান পরিস্থিতির পেছনের যেসব মূল কারণ রয়েছে, রাশিয়া সেগুলোর বিষয়ে যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা অর্জন করবে এবং সেসব লক্ষ্য থেকে সরে আসবে না। তবে আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত।’