USA

জাপানি পণ্যে শুল্ক প্রশ্নে ট্রাম্পকে সহজে ছাড় দেবেন না ইশিবা

ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মুখে ওয়াশিংটনের সাথে আলোচনায় তিনি সহজে কোনো ছাড় দেবেন না।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা রোববার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মুখে ওয়াশিংটনের সাথে আলোচনায় তিনি সহজে কোনো ছাড় দেবেন না।

টোকিও থেকে এএফপি জানায়, এক টেলিভিশন টক শোতে ইশিবা বলেন, ‘আমরা সহজে ছাড় দেব না। এ কারণেই আলোচনায় সময় লাগছে এবং বিষয়টি কঠিন।’

জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই আগামী বুধবারের (৯ জুলাই) সময়সীমার আগে একটি সমঝোতায় পৌঁছাতে টোকিও তড়িঘড়ি করছে।

প্রেসিডেন্ট ট্রাম্প চলতি বছরের এপ্রিলে বেশিভাগ দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তবে জাপানসহ বহু দেশের ওপর উচ্চহারে শুল্ক (৩০-৩৫ শতাংশ) আরোপের সিদ্ধান্ত স্থগিত রেখে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ রেখেছিলেন। এই স্থগিতাদেশ ৯ জুলাই শেষ হচ্ছে। অর্থাৎ যদি কোনো সমঝোতা না হয়, তাহলে শুল্ক কার্যকর হয়ে যাবে।

ট্রাম্প এর আগে বলেন, তিনি জাপানকে একটি চিঠি লিখবেন, যেখানে উল্লেখ থাকবে যে- দেশটিকে ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যকে ‘অন্যায্য’ বলেও মন্তব্য করেন। ট্রাম্প বিশেষভাবে জাপানকে আরো বেশি মার্কিন গাড়ি ও চাল আমদানির চাপ দিচ্ছেন।

টোকিওর বাণিজ্য দূত রিওসেই আকাজাওয়া গত বৃহস্পতিবার ও শনিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সাথে ফোনালাপ করেন।

রোববার টেলিভিশন অনুষ্ঠানে ইশিবা বলেন, জাপান যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ, সুতরাং তাদের সাথে অন্যদের মতো আচরণ করা উচিত নয়।

তিনি বলেন, ‘কোনটা অন্যায্য? কিভাবে এটা অন্যায্য? আমাদের যুক্তরাষ্ট্রের প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা দরকার।’

তিনি আরো বলেন, ‘আমরা মিত্র, তবে আমাদের যা বলার আছে তা বলতেই হবে। আমরা বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী দেশ। আমরা আলাদা।’

অন্য এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্পের পাঠানো সম্ভাব্য চিঠি নিয়ে প্রশ্ন করা হলে ইশিবা বলেন, ‘আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি।’

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto