Bangladesh

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের জন্য আমরা রক্ত দিয়েছি : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, নতুন দলের কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন চায়। হায়রে কপাল, আপনাদের কতটুকু জনসমর্থন আছে তা প্রমাণ করুন। কেউ কেউ আবার পিআর পদ্ধতি চায়। আপনাদের গদিতে বসানোর জন্য আমরা রক্ত দেইনি, আমরা রক্ত দিয়েছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের জন্য।

রবিবার বিকেলে নোয়াখালীর সেনবাগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
জয়নুল আবদীন ফারুক  বলেন, আমাদের আর কষ্ট দিয়েন না। কর্মীদের আবারও রাজপথে নামতে বাধ্য করিয়েন না।
 
সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
 
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবি এম জাকারিয়া ও সদস্য সচিব, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু ইউসুফ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto