Science & Tech

মানুষের দেহভস্ম বহনকারী স্পেস ক্যাপসুল বিধ্বস্ত

মহাকাশ নিয়ে মার্কিন ও পশ্চিমাদের আগ্রহ অনেক বেশি। জীবিত অবস্থায় মহাকাশে যেতে না পারলেও অনেকেই মৃত্যুর পর তাঁর দেহভস্মকে মহাকাশে পাঠাতে চান। মানুষের এই শেষ ইচ্ছা পূরণে কাজ করছে যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক মহাকাশ সমাধি প্রতিষ্ঠান সেলেস্টিস। সম্প্রতি সেলেস্টিসের পাঠানো একটি স্পেস ক্যাপসুল মহাকাশে পাঠানোর পর বিধ্বস্ত হয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে। ১৬৬ জন মানুষের দেহভস্ম বহন করছিল মহাকাশযানটি।

সেলেস্টিসের তথ্যমতে, পৃথিবীর কক্ষপথে দুইবার সফলভাবে প্রদক্ষিণ করার পর স্পেস ক্যাপসুলটি বিধ্বস্ত হয়েছে। মিশন পসিবল প্রোগ্রামের অংশ হিসেবে গত ২৩ জুন দ্য এক্সপ্লোরেশন কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান নিক্স নামের ক্যাপসুলটি উৎক্ষেপণ করে। এর কার্গোতে ১৬৬ জনের দেহাবশেষ অন্তর্ভুক্ত ছিল।

এক বিবৃতিতে সেলেস্টিস জানিয়েছে, ক্যাপসুলটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। কক্ষপথে দেহভস্ম রাখার সময় ব্ল্যাকআউট হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলিন হুবি জানিয়েছেন, এটি প্রথম সেলেস্টিস মিশন, যেখানে দেহভস্ম কক্ষপথে রেখে ফিরে আসার জন্য ক্যাপসুলটির নকশা করা হয়েছিল। দুর্ঘটনার কারণে প্রশান্ত মহাসাগরে মৃত ব্যক্তিদের দেহভস্ম ছড়িয়ে পড়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto