আইফোনে ভিডিও কল আরও নিরাপদ করতে অ্যাপলের নতুন উদ্যোগ

আইফোন ব্যবহারকারীদের ভিডিও কলকে আরও নিরাপদ করতে নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপল। বর্তমানে আইওএস ২৬ অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণে সুবিধাটির কার্যকারিতা পরখ করছে প্রতিষ্ঠানটি। সুবিধাটি চালু হলে ফেসটাইম অডিও-ভিডিও কলিং অ্যাপে কেউ অনুপযুক্ত বা অশালীন আচরণ করলে পর্দায় চালু থাকা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে কিশোর–কিশোরীদের পাশাপাশি নারীরা ভিডিও কলে কথা বলার সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হবেন না।
অ্যাপলের তথ্যমতে, নতুন সুবিধাটি মূলত ফেসটাইম অ্যাপে ভিডিও কল পর্যবেক্ষণ করবে। এর ফলে ভিডিও কল চলাকালে কেউ পোশাক খোলার চেষ্টা করলে বা আপত্তিকর আচরণ করলে তাঁর ভিডিও তাৎক্ষণিকভাবে বন্ধ করে পর্দায় একটি সতর্কবার্তা দেখানো হবে। এতে লেখা থাকবে, ‘আপনি হয়তো কিছু সংবেদনশীল কনটেন্ট দেখাচ্ছেন। অডিও ও ভিডিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’ সতর্কবার্তা প্রদর্শনের পর ব্যবহারকারীরা চাইলে ভিডিও কল চালিয়ে যেতে পারবেন, আবার চাইলে কলটি শেষ করার সিদ্ধান্ত নিতে পারবেন।
নতুন এ সুবিধা আইফোনে স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। ব্যবহারকারী চাইলে সেটিংসে গিয়ে সতর্কবার্তা আসার পর কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা নির্ধারণ করতে পারবেন। অ্যাপল জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে অন ডিভাইস মেশিন লার্নিংয়ের মাধ্যমে। অর্থাৎ ভিডিও কলের কোনো তথ্য আইফোনের বাইরে যাবে না, যা ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সুবিধাটি বর্তমানে আইওএস ২৬–এর বেটা সংস্করণে সীমিত পরিসরে চালু রয়েছে। এ মাসের শেষ নাগাদ সুবিধাটির পাবলিক বেটা সংস্করণ উন্মুক্ত করা হবে। এরপর আইওএস ২৬–এর চূড়ান্ত সংস্করণে যুক্ত করা হতে পারে।