মহাকাশে দুটি ছায়াপথের বিরল সংঘর্ষ

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশে দুটি ছায়াপথের (গ্যালাক্সি) বিরল সংঘর্ষের ঘটনা জানতে পেরেছেন বিজ্ঞানীরা। মহাজাগতিক এই সংঘর্ষের ফলে দূর থেকে ছায়াপথগুলোকে দেখতে অনেকটা প্যাঁচার চোখের মতো মনে হয়। বিজ্ঞানীরা এ সংঘর্ষকে ‘কসমিক আউল’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁদের ধারণা, পৃথিবী থেকে প্রায় ১ হাজার ১০০ আলোকবর্ষ দূরে রয়েছে ছায়াপথগুলো। প্রতিটি ছায়াপথই চওড়ায় প্রায় ২৬ হাজার আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত।
বিজ্ঞানীদের তথ্যমতে, কসমিক আউলের এ ঘটনা দুটি ছায়াপথের সংঘর্ষের মাধ্যমে গঠিত হয়েছে। প্রতিটি ছায়াপথের কেন্দ্রেই একটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোল রয়েছে। ছায়াপথগুলোর সংঘর্ষের তথ্য জানতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপসহ বিভিন্ন টেলিস্কোপের ধারণ করা ছবি ও তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপর সেগুলো ডিপ ইমেজিং ও স্পেকট্রোস্কোপি ব্যবহার করে ছায়াপথের বিরল সংঘর্ষের তথ্য শনাক্ত করা হয়েছে।
ছায়াপথের বিরল সংঘর্ষের বিষয়ে চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মিংইউ লি বলেন, ‘আমরা কসমস ক্ষেত্র নামের একটি খুব সুপরিচিত অঞ্চলের রেডিও উৎস বিশ্লেষণ করেছি। সেখান থেকে এই গ্যালাক্সি জোড়া তাৎক্ষণিকভাবে দেখা যায়। এই সংঘর্ষ প্রায় ৩ কোটি ৮০ লাখ বছর আগে ঘটেছিল। এমন গ্যালাক্টিক সংঘর্ষ সাধারণত শতকোটি বছরের বেশি স্থায়ী হয়। ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে এ দৃশ্য দেখা যাবে। এই সংঘর্ষ বিক অঞ্চলে তারা গঠনের একটি বিশাল বিস্ফোরণ ঘটাচ্ছে। সেখানে দ্রুত অনেক নতুন তারার জন্ম হচ্ছে।’
বিজ্ঞানীরা মনে করেন, কসমিক আউলে প্রতিসাম্য দেখা যায়। একই ভর ও কাঠামোর দুটি ছায়াপথের মধ্যে মুখোমুখি সংঘর্ষ থেকে নতুন তথ্য জানা সম্ভব। আর তাই ভবিষ্যতে দুটি ছায়াপথের সংঘর্ষের বিস্তারিত তথ্য জানার পাশাপাশি যমজ বলয় গঠন, জেট-ট্রিগার স্টারবার্স্টের ঘটনাও জানা যাবে।