Science & Tech

মহাকাশ থেকে বিভিন্ন আগ্নেয়গিরির ওপর নজর রাখছে নাসা

স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে বিভিন্ন আগ্নেয়গিরির ওপর নিয়মিত নজর রাখছে নাসা। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি। মহাকাশ থেকে আগ্নেয়গিরির ওপর নজর রাখার মাধ্যমে নাসার বিজ্ঞানীরা আগ্নেয়গিরির ভূতাত্ত্বিক প্রক্রিয়া ও পরিবর্তনের বিষয়ে বাড়তি ধারণা পাচ্ছেন।

নাসার তথ্যমতে, আগ্নেয়গিরি পর্যবেক্ষণের জন্য বিভিন্ন স্যাটেলাইট ও যন্ত্র মহাকাশে পাঠানো হয়েছে। এর মধ্যে ল্যান্ডস্যাট ৮ ও ৯ স্যাটেলাইট আগ্নেয়গিরির সর্বশেষ অবস্থা ও সেন্টিনেল-৫পি স্যাটেলাইট সালফার ডাই–অক্সাইড ও অন্যান্য আগ্নেয়গিরির গ্যাস শনাক্ত করছে। অন্য স্যাটেলাইটগুলোর মাধ্যমে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ছাইযুক্ত মেঘের সরাসরি ছবি সংগ্রহের পাশাপাশি বায়ুমণ্ডলে প্রবেশ করা আগ্নেয়গিরির ছাই ও অ্যারোসলের মাত্রা পর্যবেক্ষণ করা হচ্ছে।

নাসা জানিয়েছে, বর্তমানে অগ্ন্যুৎপাতের পূর্বাভাস জানার কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই। ফলে যেসব ব্যক্তি সক্রিয় আগ্নেয়গিরির কাছাকাছি বসবাস করেন বা কাজ করেন তাঁরা অনেক ঝুঁকিতে রয়েছেন। আর তাই নাসা নিয়মিত বিভিন্ন আগ্নেয়গিরির ওপর নজর রাখছে। নাসার বিভিন্ন স্যাটেলাইট ও যন্ত্র আগ্নেয়গিরির ছাই ও সালফার ডাই–অক্সাইডের মতো গ্যাস শনাক্ত করছে।

বিজ্ঞানীদের ধারণা, আগ্নেয়গিরি ও আশপাশের পরিবেশের পরিবর্তনের ওপর নজর রাখার মাধ্যমে সম্ভাব্য অগ্ন্যুৎপাত সম্পর্কে আগাম তথ্য তথ্য জানা যাবে। এ বিষয়ে নাসার আমেস রিসার্চ সেন্টারের আর্থ সায়েন্স বিভাগের প্রধান আগ্নেয়গিরিবিদ ফ্লোরিয়ান শোয়ান্ডনার জানান, আগ্নেয়গিরির পূর্বাভাস ব্যবস্থা উন্নত করার সুযোগ আছে। এসব প্রযুক্তি আরও উন্নত করতে কাজ করছে নাসা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto